• জার্মানিতে মেয়ের ফোনে মেসেজ পাঠিয়ে পাটুলিতে আত্মঘাতী মহিলা
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জার্মানির মিউনিখ নিবাসী মেয়ের মোবাইলে মেসেজ পাঠিয়ে পাটুলিতে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। মৃতের নাম হিমা রায় কর্মকার (৪৭)। ঘটনাটি ঘটেছে রবিবার, পাটুলি থানার ডি ব্লকে। 

    প্রাথমিক তদন্তে পাটুলি থানার পুলিশ জানতে পেরেছে, শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে মেয়ের মোবাইলে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার কথা মেসেজ করে জানান হিমাদেবী। মেয়ে মৌমি রায় কর্মকার মায়ের পাঠানো সেই মেসেজ দেখে রবিবার দুপুরে পাটুলিতে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তারপরই তড়িঘড়ি পরিবারের সদস্যরা হিমাদেবীকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  

    প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিশের দাবি। এনকোয়েস্টের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পাটুলি থানার পুলিশ।    
  • Link to this news (বর্তমান)