নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ও ভূগোল বিষয়ের প্রশ্নপত্রে ভুলের কথা স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশন। সোমবার এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৭ নভেম্বর প্রকাশিত ‘অ্যানসার কি’তে বেশ কিছু ভুল রয়েছে। বাংলা বিষয়ে একটি প্রশ্নে, ভূগোলের ক্ষেত্রে দুটি প্রশ্নে ভুল থাকার কথা স্বীকার করে নিয়েছে কমিশন। ভুল প্রশ্নগুলির ক্ষেত্রে পুরো নম্বর পাবেন পরীক্ষার্থীরা। তাদের নম্বর শুধরে এর পূর্ণাঙ্গ ‘অ্যানসার কি’ প্রকাশ করা হবে।