• Breaking News LIVE: বিহারে শুরু বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ
    এই সময় | ১১ নভেম্বর ২০২৫
  • পশ্চিমবঙ্গ জুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে। রাজধানী কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতো সোমবার রাতেই বাঁকুড়া জেলায় খাতড়া থানার উদ্যোগে খাতড়া পাম্প মোড় এলাকায় নাকা তল্লাশি শুরু হয়েছে। চার চাকার গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র এবং গাড়ি ভেতরে সমস্ত কিছু জিনিস তল্লাশি করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

    বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে ভারত-নেপাল সীমান্তে। সিল করে দেওয়া হয়েছে নেপাল সীমান্ত। বিহার পুলিশের ডিজি বিনয় কুমার জানিয়েছেন, নির্বাচনের কারণে রাজ্যজুড়ে বাড়তি নজরদারি আছে। দিল্লির ঘটনার পর প্রতিটি থানাকে উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিহারের সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা প্রথম বার ভোট দেবেন তাদের জন্য বিশেষ বার্তা তাঁর। তারা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করেন সেই আবেদনও করেন প্রধানমন্ত্রী।

    বিহার বিধানসভার ১২২ টি আসনের পাশাপাশি আজ ৬টি রাজ্যের উপ-নির্বাচন। ঝাড়খণ্ডের ঘাটশিলা, জম্মু-কাশ্মীরের বুদগাম-সহ ৮টি আসনেও ভোট গ্রহণ চলছে।

    কড়া নিরাপত্তার মধ্যে বিহারে শুরু হল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ । আজ ১২২টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। আজ নির্ধারিত হবে ১৩০২ জন প্রার্থীর ভাগ্য। প্রায় ৩ কোটি ৭০ লক্ষ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • Link to this news (এই সময়)