আজকাল ওয়েবডেস্ক: বারুইপুর থানার অন্তর্গত বংশী বটতলা বাইপাস সংলগ্ন এলাকায় মঙ্গলবার ভোররাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি কাঠের দোকান। সোমবার ভোর প্রায় সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।
ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বারুইপুর দমকল বিভাগে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে প্রাথমিক ভাবে হাত লাগান।
জানা গিয়েছে, দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আদি গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে দমকল সূত্রে।
আগুনের তীব্রতায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, যার জোরালো শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের। আতঙ্কে এলাকার মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শিখরবালি পঞ্চায়েতের প্রধান সুজয় সাফুই।
ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুড়ে যাওয়া তিনটি দোকানের মালিক আফতাব আনসারী, মোজাফ্ফর আনসারী ও ইয়াসিন আনসারী। তাঁদের বাড়ি কলকাতার পার্ক সার্কাসে।
দোকানগুলিতে কর্মরত শ্রমিকরা বিহারের বাসিন্দা এবং তাঁরা বর্তমানে ভোট দিতে গিয়েছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
আগুনের তীব্রতায় দোকানের সামনে থাকা কাঁঠাল গাছের ডাল ও পাতা পর্যন্ত পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।