• দিল্লি বিস্ফোরণ: লালকেল্লার কাছে ৩ ঘণ্টা পার্কিংয়ে রাখা ছিল গাড়ি, সন্দেহভাজন হামলাকারীর প্রথম ছবি প্রকাশ পুলিশের
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১১ নভেম্বর : সন্দেহ করা হয়েছিল। তাই সত্যি হল। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণে জঙ্গি-যোগের প্রমাণ তদন্তকারীদের হাতে। গতকালের হামলায় জড়িত সন্দেহভাজন এক জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। বিস্ফোরণের আগে সে গাড়িটি চালাচ্ছিল বলে ধরা পড়েছে সিসি ক্যামেরায়। বিস্ফোরণ ঘটানোর জন্য ডিটোনেটর ব্যবহার করা হয়েছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

    খবরে প্রকাশ, সন্দেহভাজন হামলাকারীর নাম মহম্মদ উমর। ফরিদাবাদ জঙ্গি মডিউলের সদস্য সে। তদন্তকারীদের উদ্ধৃত করে সূত্র আরও জানিয়েছে, ফরিদাবাদের আল-ফালহা মেডিকেল কলেজে একসময় চিকিৎসক হিসেবে কাজ করেছে এই ব্যক্তি। জিজ্ঞাসাবাদের জন্য উমরের মা এবং ভাইকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

    জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার করা হয় আদিল আহমেদ রাঠি নামে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের (জিএমসি) প্রাক্তন এক সিনিয়র রেসিডেন্ট ডাক্তারকে। রাঠির সঙ্গে দিল্লি বিস্ফোরণে সন্দেহভাজন উমরের ঘনিষ্ঠ যোগাযোগ সম্পর্কে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা। অনন্তনাগের ধৃত ডাক্তারকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ফরিদাবাদে অভিযান চালায় প্রশাসন।

    গতকালের বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে ইউএপিএ এবং বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। এরমধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় আজ সকাল ১১টায় জরুরি বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির কর্তব্য ভবনে এই বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে গোয়েন্দাপ্রধান, দিল্লির পুলিশ কমিশনার এবং এনআইএ-র ডিজিকে। এছাড়া জম্মু-কাশ্মীর পুলিশের প্রধানও এদিনের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)