কলকাতা, ১১ নভেম্বর: সবে নভেম্বরের শুরু। এখনই পুরোদমে শীতের আমেজ এসে পড়ল বাংলায়। কলকাতা সহ রাজ্যের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রির ঘরে। আজ, মঙ্গলবার সকালে শান্তিনিকেতনে তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৪.৪ ডিগ্রি। শীতে কাঁপছে শৈল শহর দার্জিলিং। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এলো ৯.২ ডিগ্রিতে। বিশেষজ্ঞদের বক্তব্য, আগামী চার-পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিস জানিয়েছে, এদিন মূলত পরিষ্কার থাকবে শহরের আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ২৯ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এই পারদ-পতন সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা আরও জানিয়েছেন, সময় যত এগোবে শীতের মাত্রা তত, বাড়বে। গত ১০-১২ বছরে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে নেমে আসার একাধিক নজির আছে। তবে যেটুকু শীতের অনুভূতি মিলছে, তা মূলত ভোর ও রাতের দিকে।