• দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোটগ্রহণ শুরু বিহারে, ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা মোদির
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন উপলক্ষে শুরু হল ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল ৭টা থেকে ২০ জেলার ১২২টি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট। এই দফায় দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, নীতীশ কুমারের মন্ত্রিসভার ১০ মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। শেষ দফার ভোটের সকালে বিহারবাসীর উদ্দেশে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    মঙ্গলবার ভুটান সফরের আগে বিহারের উদ্দেশে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি বিহারের সকল ভোটারের উদ্দেশে আবেদন জানাচ্ছি নিরাবচন প্রক্রিয়ায় অংশ নিয়ে তাঁরা যেন ভোটদানের নয়া রেকর্ড গড়েন।’ পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।’

    প্রথম দফার পর দ্বিতীয় দফায় বিহারে মোট ৩৭,০১৩,৫৫৬ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে নতুন ভোটার ৫২৮,৯৫৪ জন। এই দফায় বিশেষভাবে নজর থাকবে বিহারের পূর্ব ও পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী ও নেপাল সিমান্তবর্তী কিষানগঞ্জের মতো কেন্দ্রগুলির দিকে। দ্বিতীয় দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১৩০২ জন। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর বিহার বিধানসভা নির্বাচনে কোনওরকম অবাঞ্ছিত ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

    দ্বিতীয় দফায় বিহারে মোতায়েন করা হয়েছে ৪ লক্ষের বেশি নিরাপত্তারক্ষী। মঙ্গলবারের ভোটে মোট ৮৪৯১টি ভোটগ্রহণকেন্দ্রকে বিহার পুলিশ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। বিহার সীমানা লাগোয়া জেলাগুলিতে নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ড সীমানায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। বিহার সীমানা লাগোয়া ১০ জেলায় ৪৩টি চেকপোস্ট বসিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন বিহারের জনগণ।
  • Link to this news (প্রতিদিন)