• হাতির সামনে পড়তেই শুঁড়ে তুলে আছাড়! ফালাকাটায় মৃত্যু যুবকের
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের হাতির হানায় মর্মান্তিক মৃত্যু যুবকের। মৃতের নাম রাহুল টুডু। ঘটনাটি ঘটেছে ফালাকাটার দলগাও চাবাগানের সাওতাল লাইনে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বন দপ্তরের আধিকারিকরা। শুধু তাই নয়, যান পুলিশ আধিকারিকরা। তবে বারবার হাতির হামলায় মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, এর আগেও একই ঘটনা ঘটেছে। এই বিষয়ে স্থানীয় প্রশাসন যাতে আরও বেশি সতর্ক হয় সেই দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, মৃতের পরিবারকে সাহায্যের দাবিও জানিয়েছেন স্থানীয় মানুষজন।

    জানা যায়, সোমবার গভীর রাতে দলগাও ফরেস্টের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি হাতি। সেই সময় প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হন রাহুল। চারপাশে কালো অন্ধকার! সামনেই যে বিপদ দাঁড়িয়ে, তা বুঝতেই পারেননি ওই যুবক। আচমকা তাঁর উপর হামলা চালায় হাতিটি। একেবারে শুঁড়ে তুলে আছাড় দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল টুডুর। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া বন দপ্তর এবং জেলা প্রশাসনকে। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    গত কয়েকমাসে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় বুনোর হাতি দল লোকালয়ে ঢুকে আসার ঘটনা ঘটেছে। হাতির হামলায় একদিকে যেমন সাধারণ মানুষের একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে, অন্যদিকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বারবার একই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। বন দপ্তরের নজরদারি নিয়েও প্রশ্ন তুলছেন।
  • Link to this news (প্রতিদিন)