• বাংলায় শীতের কামড়, ১৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রার পারদ
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: রাজ্য জুড়ে শীতের কামড়। ফের কমল তাপমাত্রা। শীতল পশ্চিমী হাওয়ার জেরে বাংলার পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সপ্তাহান্ত পর্যন্ত একই আবহাওয়া জারি থাকবে বলেই খবর। ওড়িশা এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। এদিকে, বাংলার পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ জাঁকিয়ে বসল। ভোরবেলা ও রাতে শীতের আমেজ বেশি অনুভূত হলেও, বেলা বাড়লে উধাও আমেজ। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে। হালকা কুয়াশার দাপটও রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট তুলনামূলক বেশি। আপাতত চার-পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একইরকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে। কলকাতায় দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচে। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৮৯ শতাংশ।

    উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া। আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলার পাশাপাশি ভিনরাজ্যেও শীতের দাপট। রাজধানী দিল্লিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
  • Link to this news (প্রতিদিন)