অর্থ দিয়ে পিজি-তে দেখানোয় ভিড়, হাজার ছাড়াল রোগীর সংখ্যা
আনন্দবাজার | ১১ নভেম্বর ২০২৫
পরিষেবা চালুর দিন পনেরোর মধ্যেই রোগীর সংখ্যা ছাড়াল এক হাজার। সরকারি হাসপাতালেই নির্দিষ্ট অর্থ খরচ করে বেসরকারি ধাঁচে পরিষেবা পেতে রাজি রোগীদের একাংশ। সেই বিষয়টি পর্যবেক্ষণ করেই এসএসকেএমে চালু হয়েছে ‘অনন্য’। হাসপাতাল সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে সেখানে চালু হওয়া বহির্বিভাগে গত ২২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত (রবিবার বাদে) ১৭ দিনে প্রায় ১২৭৫ জন রোগী এসেছেন।
১৬ সেপ্টেম্বর উডবার্ন-২ বা ‘অনন্য’র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ২২ অক্টোবর চালু হয়েছে বহির্বিভাগ পরিষেবা। সোম থেকে শনিবার,দুপুর ৩টে থেকে বিকেল ৫টা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি পর্বে তিনটি বিভাগের বহির্বিভাগচলছে। অর্থাৎ, প্রতিদিন ন’জন করে চিকিৎসক বসছেন। রোগীদের ফি দিতে হচ্ছে ৩৫০ টাকা। হাসপাতাল সূত্রের খবর, অনন্য-র নির্দিষ্ট নম্বরে ফোন করে প্রথমে নাম লেখাতেহচ্ছে। এর ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে গিয়ে ওই টাকা জমা করার পরেই চিকিৎসককে দেখানোর তালিকায় চূড়ান্ত নাম উঠবে। তবে, শীঘ্রই ওই লেনদেন অনলাইনেও করার পরিকল্পনা হচ্ছে বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, অন্তর্বিভাগেও শীঘ্রই ভর্তি শুরু হবে। সেখানে নগদহীন স্বাস্থ্য বিমার সুবিধা মিলবে। তবে, এখনই বেসরকারি সংস্থা নয়। সরকারি অনুমোদনে যে চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিমা উডবার্নে নেওয়া হচ্ছে, সেগুলিই কার্যকর থাকবে অনন্য-তেও।
সূত্রের খবর, বহির্বিভাগে দৈনিক গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী হচ্ছে। সর্বোচ্চ ১০-১২ জন রোগী দেখছেন চিকিৎসকেরা। দেওয়া হচ্ছে ই-প্রেসক্রিপশন। অস্থি, মেডিসিন, রিউম্যাটোলজি, কার্ডিয়োলজি, শল্য, স্নায়ুরোগ ও স্নায়ু শল্য বিভাগে রোগীর ভিড় বেশি হচ্ছে বলে খবর।
বহির্বিভাগের পাশেই রয়েছে রোগীদের প্রতীক্ষালয় ও ক্যাফেটেরিয়া। জানা যাচ্ছে, এখন নির্দিষ্ট ফি প্রদান করে এসএসকেএমের পরীক্ষাগার থেকেই প্যাথলজি ও রেডিয়োলজি পরীক্ষার সুযোগ মিলছে। স্লট অনুযায়ী অনন্য-র কর্মীরাই রোগীকে সংশ্লিষ্ট বিভাগে নিয়ে যাচ্ছেন। তবে শীঘ্রই অনন্যতেই অত্যাধুনিক প্যাথলজি ল্যাবরেটরি, ইউএসজি, এক্স রে পরিষেবা চালু হবে বলেই খবর।