• অটোর মধ্যেই যাত্রীকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার চালক
    আনন্দবাজার | ১১ নভেম্বর ২০২৫
  • অটোর যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। নির্যাতিতা তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ঠাকুরপুকুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালকের নাম নির্মল ছেত্রী।

    লিখিত অভিযোগে বছর ত্রিশের তরুণী জানিয়েছেন, রবিবার দুপুর ২টো নাগাদ তারাতলা থেকে পোড়া অশ্বত্থতলা রুটের অটোয় উঠেচালকের পাশের আসনে তিনি বসেছিলেন। অটোর পিছনের আসনে আরও তিন জন যাত্রী ছিলেন। তরুণীর অভিযোগ, অটোয় ওঠার পর থেকে একাধিক বার নানা ভাবে যৌন হেনস্থার চেষ্টা করেন অভিযুক্ত চালক। এ নিয়ে চালককে সতর্কও করেন অভিযোগকারিণী। তাঁর অভিযোগ, ঠাকুরপুকুর থানা সংলগ্ন কদমতলায় অটোর বাকি তিন যাত্রী নেমে যান। যাত্রীরা নেমে যাওয়ার পরে চালক পুনরায় অটো চালাতে শুরু করেন। এর পরে একটি ফাঁকা জায়গা আসতেই অভিযুক্ত তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, তরুণী চিৎকার শুরু করলে অটোর পথ বদলে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

    অটোর ভিতরেই চিৎকার করতে থাকেন তরুণী। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে অটোটি দাঁড় করান। খবর দেওয়া হয়ঠাকুরপুকুর থানায়। পুলিশ গিয়ে অটো আটক করার পাশাপাশি তরুণীকে থানায় নিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। মামলা রুজু হয়। রাতেই অভিযুক্ত চালককে গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)