• এসআইআর: সুপ্রিম কোর্টে কংগ্রেস, তৃণমূল
    আনন্দবাজার | ১১ নভেম্বর ২০২৫
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল। পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের তরফেও সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে।

    বিহারে এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল, মঙ্গলবার তার শুনানি রয়েছে। বিহারের পরে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল-সহ ১২টি রাজ্যে এসআইআর-এর সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ুতে এসআইআর-এর বিরুদ্ধে সে রাজ্যের শাসক দল ডিএমকে আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছে। মঙ্গলবার তারও শুনানি হবে। তার সঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মামলার শুনানির জন্যও আজ আর্জি জানানো হয়েছে। তৃণমূলের তরফে মামলার প্রসঙ্গও মঙ্গলবারের শুনানির সময় উঠতে পারে বলে আইনজীবীরা মনে করছেন। তামিলনাড়ুর সিপিএম নেতৃত্বও এসআইআরের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছে।

    গত মঙ্গলবারই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর-এর বিরুদ্ধে ‘লড়াই রাস্তাতে হবে, কোর্টেও হবে’ বলে ঘোষণা করেছিলেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ও লোকসভার সাংসদ মালা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, মূলত প্রক্রিয়াগত দিকগুলি নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সুপ্রিম কোর্টে মামলা করেছে। এসআইআর-এর জেরে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে বলে তৃণমূল ইতিমধ্যেই সরব। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এসআইআর-কে ‘সাইলেন্ট ইনভিজিবল রিগিং’ আখ্যা দিয়ে বলেছেন, গত ১৪ দিনে ১৭ জনের আত্মহত্যায় মৃত্যু হয়েছে।

    পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গত কয়েক দিন ধরেই সুপ্রিম কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছিল। রবিবার রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের পক্ষে মামলা দায়ের করা হয়েছে। সোমবার কংগ্রেসের আইনজীবী বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে জানান, সাধারণ মানুষ সমস্যা নিয়ে কংগ্রেসের কাছে আসছেন। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাজ্যে এসআইআর সংবিধানের একাধিক অনুচ্ছেদ, জন প্রতিনিধিত্ব আইন ও ভোটার নথিভুক্তিকরণ বিধি লঙ্ঘন করছে। তাই এসআইআর সংক্রান্ত নির্দেশিকা খারিজ করা হোক। ২০২২-এর এসআইআর-এর পরে পশ্চিমবঙ্গে ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় পর্যন্ত ভোটার তালিকা বিবেচনার মধ্যে আনা হোক। খসড়া তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের কারণ-সহ নামের তালিকা প্রকাশ করতে বলা হোক কমিশনকে।

    বিরোধীদের অভিযোগ, বিহারের এসআইআরের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট বিহারের এসআইআরের প্রক্রিয়ায় কিছু সংশোধন করলেও সাংবিধানিক বৈধতা নিয়ে এখনও ফয়সালা করেনি। তার আগেই নির্বাচন কমিশন আরও ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করে দিয়েছে। তামিলনাড়ুর সিপিএমের রাজ্য সম্পাদক পি শন্মুগম সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এসআইআর-কে ‘যথেচ্ছাচার, বেআইনি ও অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়েছেন। অন্য দিকে, তামিলনাড়ুর বিরোধী দল এডিএমকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এসআইআর-কে ‘বৈধ ও জরুরি’ বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি।
  • Link to this news (আনন্দবাজার)