নতুন রাজ্য সভাপতি ঘোষণার চার মাস পরেও আটকে বিজেপির রাজ্য কমিটি গঠন। সূত্রের দাবি, সংগঠনের শীর্ষস্থানীয় এক গুরুত্বপূর্ণ পদে মুখবদলের ইঙ্গিত মিলছে। আরএসএস থেকে আসা ওই নেতা এখনও পুরনো কমিটিতে রয়েছেন। পাশাপাশি, শৃঙ্খলাভঙ্গের দায়ে ‘সাময়িক বরখাস্ত’ হওয়ার প্রায় ৪৪ মাস পরে সোমবার রীতেশ তিওয়ারির শাস্তি মকুব করেছে রাজ্য বিজেপি।
বিজেপি সূত্রে দাবি, মূলত নতুন-পুরনোর ‘ভারসাম্য’ রক্ষা করতেই রাজ্য কমিটি ঘোষণায় দেরি হচ্ছে। সূত্রের দাবি, প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, সঙ্ঘ থেকে আসা দলের সংগঠনের ওই শীর্ষ নেতা নতুন কমিটিতে না-ও থাকতে পারেন। যদিও ওই নেতার ঘনিষ্ঠদের একাংশের দাবি, তিনি আর সঙ্ঘের কাজে ফিরতে আগ্রহী নন। তাঁর জন্য উত্তরবঙ্গে একটি ‘সুরক্ষিত’ আসনও বেছে রাখা হয়েছে। তা নিয়ে কোনও মন্তব্য করেননি বিজেপি নেতৃত্ব।
দলের শৃঙ্খলা-রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে রীতেশকে দলের কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। শমীকের বক্তব্য, “রীতেশ দীর্ঘ দিনের কর্মী। উনি কাজ করতে চেয়ে দলকে আবেদন করেন। তাতে মান্যতা দেওয়া হয়েছে।”