• এসএসসি: তথ্য তলব
    আনন্দবাজার | ১১ নভেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ মামলায় জাতিগত পরিচয় সংশোধন নিয়ে তথ্য তলব করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিংহ জানান, সুপ্রিম কোর্টের কোন নির্দেশের ভিত্তিতে ফর্ম পূরণ এবং পরীক্ষা হওয়ার পরে জাতিগত পরিচয় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল, তা কোর্টে নির্দিষ্ট ভাবে জানাতে হবে এসএসসি-কে। ওই নির্দেশের প্রতিলিপিও কোর্টে পেশ করতে হবে।

    মামলাকারীদের আইনজীবী এ দিন ফিরদৌস শামিম জানান, ১৪ জুলাই ফর্ম পূরণের শেষ দিন ছিল। অগস্টে এসএসসি জাতিগত পরিচয় সংশোধনের জন্য দু’বার নির্দেশিকা জারি করে। ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষা হওয়ার পরে ২২ সেপ্টেম্বর ফের জাতিগত পরিচয় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। এই একই সুযোগ ‘ইডব্লিউএস’ গোত্রের প্রার্থীদেরও পাওয়া উচিত।

    এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সুপ্রিম কোর্ট ওবিসি সংক্রান্ত মামলায় যে রায় দিয়েছিল তার ভিত্তিতেই এই সংশোধনের সুযোগ দেওয়া হয়। যদিও ফিরদৌসের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে এমন কথা বলা হয়নি। এর পরেই হাই কোর্টের নির্দেশ, প্রতিলিপিও কোর্টে পেশ করতে হবে।
  • Link to this news (আনন্দবাজার)