গত বারেও চলচ্চিত্র উৎসবে একাধিক ছবি ছিল, তবুও সরকারি প্রেক্ষাগৃহে জায়গা পাইনি: সুদীপ্তা
আনন্দবাজার | ১১ নভেম্বর ২০২৫
৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কি ‘পথভোলা’দের ‘ঘর’-এ ফেরাচ্ছে? বাংলা বিনোদন দুনিয়ার যাঁরা নানা কারণে শাসকদলের বিরাগভাজন হয়েছিলেন তাঁদের অনেককেই এ বারের উৎসব প্রাঙ্গণে দেখা মিলেছে। যেমন, পরিচালক সুদেষ্ণা রায়, অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
সোমবার, উৎসবের পঞ্চম দিনে রাজা চন্দ পরিচালিত ‘হালুম’ ছবির সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। এই ছবিতে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘লীলাময়ী’। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানানোর ফলে তাঁর নাটক, ছবি সরকারি মঞ্চ বা প্রেক্ষাগৃহ পাচ্ছে না বলে শোনা গিয়েছিল।
কলকাতা চলচ্চিত্র উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই সবাই জানেন। সেই উৎসব প্রাঙ্গণে সুদীপ্তা। শাসকদলের সঙ্গে এ বার কি দূরত্ব ঘুচবে? প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম।
অভিনেত্রীর মতে, “উৎসব বা বিনোদনমঞ্চের সঙ্গে কোনও বিরোধ কোনও দিনই ছিল না। ছিল না দূরত্বও। গত বার, আরজি-কাণ্ডের পরেও আমার তিনটি ছবি দেখানো হয়েছিল।” কিন্তু তাঁকে তো সাংবাদিক বৈঠকে দেখা যায়নি। এটাও শোনা গিয়েছিল, সরকারি কোপে কাজ পাচ্ছেন না অভিনেত্রী। সুদীপ্তার কথায়, “কাজ পাচ্ছিলাম না, এ তথ্য ঠিক নয়। আমার ছবি সরকারি প্রেক্ষাগৃহ পায় না বা নাটক সরকারি মঞ্চে দেখানো হয় না, এ কথা ঠিক।” একটু থেমে যোগ করছেন, “গত বার উৎসবে ছবি দেখানোর পরেও কিন্তু সরকারি প্রেক্ষাগৃহে আমি ব্রাত্য। যত ক্ষণ সেটা না হচ্ছে তত ক্ষণ পরিস্থিতি বদলানোর সম্ভাবনা দেখছি না।”
সুদীপ্তা এ-ও জানিয়েছেন, বিনোদন বা পেশাজীবনে কারও সঙ্গে কোনও সংঘাত নেই তাঁর। কিন্তু অন্যায় দেখলে আগামী দিনেও প্রতিবাদ জানাবেন তিনি।