• লালকেল্লায় বিস্ফোরণের জেরে হাই অ্যালার্ট কলকাতায়, রাজ্যজুড়ে জোরদার নাকা তল্লাশি
    এই সময় | ১১ নভেম্বর ২০২৫
  • রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে দেশের সব মেট্রো শহরে। তালিকায় রয়েছে কলকাতাও। তবে শুধু শহর কলকাতা নয় রাজ্যের একাধিক জেলাতেও চলছে নাকা চেকিং। একাধিক গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো স্টেশন, সীমান্ত এলাকা এবং একাধিক রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি। এই আবহেই রবিবার ইডেনে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টেস্ট ম্যাচ। ফলে বাড়তি সতর্কতা নিয়েছেন কলকাতা পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশের কর্তারা।

    হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে RPF এবং GRP যৌথ ভাবে কড়া নজরদারি চালাচ্ছে। স্টেশনে প্রবেশ করা প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি। শুধু রেল পুলিশ নয়, স্নিফার ডগ দিয়ে নাকা চেকিং করা হচ্ছে যাত্রীদের ব্যাগ ও ট্রেনের সমস্ত কোচে। একই ভাবে তল্লাশি অভিযান চলছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরেও।

    হাওড়া ব্রিজ এবং রেল স্টেশনের বাইরে হাওড়া সিটি পুলিশ নাকা চেকিং শুরু করেছে। অন্যদিকে, হুগলির জাতীয় সড়কেও বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনেও বিশেষ তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। ব্যারাকপুর পুলিশ এবং কমিশনারেটের আওতাধীন কল্যাণী এক্সপ্রেসওয়ে, নিউ ব্যারাকপুর, সোদপুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ নাকা চেকিং চালাচ্ছে।

    এ ছাড়াও, রাজ্যের সমস্ত জাতীয় ও রাজ্য সড়কেও জারি রয়েছে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমস্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতেও চলছে কড়া নজরদারি। যাতে বেআইনি ভাবে কেউ সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে, সে দিকেও নজর রাখছে সীমান্ত রক্ষে বাহিনী।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তেনজিং নোরগে বাস টার্মিনাস, শিলিগুড়ি জংশন এবং এনজেপি রেল স্টেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় স্নিফার ডগ এনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত কমপক্ষে ২৬। তার পর থেকেই দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে।

  • Link to this news (এই সময়)