• এত ডাক্তার কী করে জঙ্গি ষড়যন্ত্রে জড়িয়ে গেল? নেপথ্যে এক প্রাক্তন ইমাম
    এই সময় | ১১ নভেম্বর ২০২৫
  • হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার আর দিল্লির আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনার মধ্যে যোগ আর সন্দেহের বিষয় নয়, এখন তা প্রতিষ্ঠিত। দু’টি ঘটনা মিলিয়ে গত তিনদিনে বেশ কয়েকজন ডাক্তারের নাম সামনে উঠে এসেছে--- ডাঃ আদিল আহমেদ রাথের, ডাঃ মুজাম্মিল শাকিল, ডাঃ শাহিনা শাহিদ, ডাঃ উমর নবি ভাট, ডাঃ সাজাদ আহমেদ মালা। এ ছাড়া মঙ্গলবার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরও তিন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর রয়েছে।

    ডাক্তারের কাজ মানুষের প্রাণ বাঁচানো। সেই প্রাণ বাঁচানোর মানুষগুলোই কী করে প্রাণঘাতী জঙ্গি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হলো? তদন্তকারীদের একটি সূত্রের দাবি, এর পিছনে রয়েছে শ্রীনগরের এক প্রাক্তন ইমাম। সে-ই এই ডাক্তারির ছাত্রদের মগজ ধোলাই করেছে।

    এই জঙ্গি মডিউলের তদন্তে যে সকল ডাক্তারদের নাম এখনও পর্যন্ত উঠে এসেছে, তাদের মধ্যে রাথের, শাকিল, উমর, মালার মতো অধিকাংশই কাশ্মীরের বাসিন্দা। প্রত্যেকেই ডাক্তারি পড়েছিলেন জিএমসি শ্রীনগরে। এর পরে এঁদের অধিকাংশকেই খুঁজে পাওয়া গিয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজে।

    তদন্তকারী ওই সূত্রের দাবি, আল ফালাহ-য় নয়, এই ডাক্তারদের মগজ ধোলাই হয়েছিল জিএমসি শ্রীনগরেই। সেখানে মৌলবি ইরফান নামে এক প্রাক্তন ইমাম প্যারামেডিক্যাল কর্মী হিসেবে কাজ করত। সে-ই এই মেডিক্যাল শিক্ষার্থীদের মৌলবাদী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

    তদন্তে জানা গিয়েছে, সে এবং আরও দুজন মিলে এই ফরিদাবাদ-দিল্লি জঙ্গি মডিউল গঠন করেছিল। এই তিন জনের সঙ্গেই জৈশ-ই-মহম্মদের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)