• তুমি যে বাড়ির বাথরুমে কে তা জানত... লেপার্ডের আক্রমণে রক্তাক্ত শিলিগুড়ির যুবক
    এই সময় | ১১ নভেম্বর ২০২৫
  • সাতসকালে হাড় হিম করা ঘটনা শিলিগুড়িতে। বাড়ির বাথরুমে ঘাপটি মেরে বসে ছিল লেপার্ড। ঘুম থেকে উঠে বাড়ির সদস্য বাথরুমের দরজা খুলতেই হামলে পড়ে লেপার্ডটি। আঁচড়ে রক্তারক্তি কাণ্ড ঘটায়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দির এলাকায়। আহতের নাম অভিষেক প্রসাদ। যেখানে এই ঘটনা, পাশেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। মাটিগাড়া এলাকার একটি নার্সিংহোমে কাজ করেন অভিষেক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকেন।

    সকালে ঘুম থেকে উঠে অভিষেক প্রসাদ নামে এক যুবক বাড়ির বাথরুমে ঢোকেন। ঘুম চোখ। বাথরুমের দরজা খুলতেই যে দৃশ্য দেখেন, শিউরে ওঠেন তিনি। পিছন ফেরার আর সময় পাননি। ততক্ষণে হামলে পড়ে লেপার্ডটি। রক্তাক্ত অবস্থায় অভিষেককে উদ্ধার করে স্থানীয়রা শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যান।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাটিগাড়া থানার পুলিশ এবং বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। লেপার্ডটির খোঁজে তল্লাশি শুরু হয়। স্থানীয় বাসিন্দা সুরঞ্জন মণ্ডল বলেন, ‘এই এলাকায় আগেও একাধিক বার লেপার্ড দেখা গিয়েছে। এক বছরের মধ্যে বেশ কয়েক বার হাতি চলে এসেছে এলাকায়। আতঙ্কে রয়েছি।’

    জনবহুল এলাকায় এ ভাবে বন্যপ্রাণী ঢুকে পড়ার ঘটনা আগেও ঘটেছে। তবে এ ভাবে বাড়িতে ঢুকে লুকিয়ে থাকার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। চিন্তার ভাঁজ বনকর্মীদের কপালেও। বাগডোগরা রেঞ্জের এক বনাধিকারিক জানান, লেপার্ডের খোঁজে তল্লাশি চলছে। কী ভাবে এ ভাবে বাড়িতে ঢুকল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)