• নিঠারি কাণ্ড: সুপ্রিম কোর্টে বেকসুর খালাস মূল অভিযুক্ত সুরেন্দ্র কোলি
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১১ নভেম্বর: খুন, খুনের পর ধর্ষণ, এমনকি নরমাংস ভক্ষণের অভিযোগ। একসময় দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল নিঠারি হত্যাকাণ্ড। বহু আলোচিত এই ঘটনার অন্যতম অভিযুক্ত সুরেন্দ্র কোলিকে শেষ মামলা থেকেও বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট। ফলে এবার তাঁর জেলের গারদের বাইরে পা রাখার ক্ষেত্রে কার্যত আর কোনও বাধা রইল না। এমনই জানিয়েছে দেশের প্রধান বিচারপতি বি আর গভাই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ।

    প্রায় দু’দশক পুরনো নিঠারি কাণ্ডের বীভৎসতা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা অবলম্বনে তৈরি হয় ‘সেক্টর ৩৬’ সিনেমাও। এই মামলায় কোলিকে ফাঁসির সাজা শুনিয়েছিল সিবিআই আদালত। এর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করলে খালাস পেয়ে যান তিনি।

    ২০১১ সালে কোলিকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। সেই রায়কে সুপ্রিম কোর্টে ফের চ্যালেঞ্জ করেন অভিযুক্ত। সেই মামলার পূর্ববর্তী শুনানিতে আদাতলের পর্যবেক্ষণ ছিল তাৎপর্যপূর্ণ। সর্বোচ্চ আদালত বলেছিল, শুধুমাত্র জবানবন্দি ও বাজেয়াপ্ত একটি রান্নাঘরে ব্যবহৃত ছুরির উপরে ভিত্তি করে সুরেন্দ্রকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এখনও সেই রায় রায় বহাল রাখা হলে তা ‘ন্যায়বিচারের প্রতি উপহাস হবে’। উল্লেখ্য, এর আগে ১৩টির মধ্যে ১২টি মামলায় সুরেন্দ্র বেকসুর খালাস পায়। ১৩তম তথা শেষ মামলায় ১৫ বছর বয়সি এক কিশোরিকে খুনের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। যেটি এদিন খারিজ হয়ে গেল।
  • Link to this news (বর্তমান)