লালকেল্লা বিস্ফোরণের তদন্তে এনআইএ; ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না, হুংকার প্রধানমন্ত্রী মোদির
বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১১ নভেম্বর: দিল্লি বিস্ফোরণে ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না। তদন্তকারী সংস্থাগুলি এর শিকড় পর্যন্ত পৌঁছবে। মঙ্গলবার ভুটানের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফর সেরে আগামীকাল, বুধবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। দুপুর ৩টের সময় নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যে গতকালের এই নাশকতার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে।দু’দিনের সফরে এদিন সকালে ভুটানে পা রাখেন মোদি। থিম্পুতে এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি খুব ভারাক্রান্ত মনে এখানে এসেছি। গতকাল সন্ধ্যায় দিল্লির ভয়াবহ ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে।’ এর রেশ ধরে তিনি আরও বলেন, ‘তদন্তকারী সংস্থাগুলি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে। এই ষড়যন্ত্রে জড়িত একজনকেও রেয়াত করা হবে না। প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।’লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে আরও এক ডাক্তারকে আটক করেছে জম্ম-কাশ্মীর পুলিশ। তার নাম সাজ্জাদ আহমেদ মালা। তার সঙ্গে হামলায় মূল সন্দেহভাজন জঙ্গি মহম্মদ উমরের যোগাযোগ আছে বলে জানা গিয়েছে।