সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর ভোটের দিন সকালেই মিলল বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর। আরারিয়ায় দুই দলের মধ্যে মারামারির কথা জানা যাচ্ছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
জানা যাচ্ছে, আরারিয়ার এক বুথের সামনে গণ্ডগোল বাঁধে। কংগ্রেস সমর্থকদের অভিযোগ, বহু বিজেপি সমর্থককে নিয়ে আসা হয় কংগ্রেসের ভোটারদের মারধর করার জন্য। আর সেখান থেকেই গোলমালের সূত্রপাত। পাশাপাশি নওয়াদাতেও এক বিজেপি প্রার্থী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের কথা জানা গিয়েছে। অন্যদিকে আরওয়ালে ভোটগ্রহণ চলাকালীনই প্রিসাইডিং অফিসার অরবিন্দ কুমারের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টা থেকে ২০ জেলার ১২২টি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি বিহারের সকল ভোটারের উদ্দেশে আবেদন জানাচ্ছি নিরাবচন প্রক্রিয়ায় অংশ নিয়ে তাঁরা যেন ভোটদানের নয়া রেকর্ড গড়েন।’ পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।’
প্রথম দফার পর দ্বিতীয় দফায় বিহারে মোট ৩৭,০১৩,৫৫৬ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে নতুন ভোটার ৫২৮,৯৫৪ জন। এই দফায় বিশেষভাবে নজর থাকবে বিহারের পূর্ব ও পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী ও নেপাল সিমান্তবর্তী কিষানগঞ্জের মতো কেন্দ্রগুলির দিকে। ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, মোতায়েন করা হয়েছে ৪ লক্ষের বেশি নিরাপত্তারক্ষী। মঙ্গলবারের ভোটে মোট ৮৪৯১টি ভোটগ্রহণ কেন্দ্রকে বিহার পুলিশ স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। বিহার সীমানা লাগোয়া জেলাগুলিতে নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে। এর মধ্যেই মিলল গোলমালের খবর।