• শরীরচর্চার মাঝেই ঘনিষ্ঠতা! কালচিনিতে স্ত্রীর জিম ইনস্ট্রাক্টরকে ‘ছুরিকাঘাত’ স্বামীর
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • রাজকুমার, আলিপুরদুয়ার: দাম্পত্য উষ্ণতা হারাচ্ছিল। খুঁটিনাটি বিষয়ে ঝগড়াঝাটি চলছিল। মাত্র কয়েকদিন পর নাকি স্পষ্ট হয় দাম্পত্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। জিম ইনস্ট্রাক্টরের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে বলেই মনে সন্দেহ বাসা বাঁধে। আর সেই সন্দেহের বশেই জিম ইনস্ট্রাক্টরকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। আলিপুরদুয়ারের কালচিনির হ্যামিলটনগঞ্জের ঘটনায় গ্রেপ্তার যুবক।

    জখম জিম ইনস্ট্রাক্টর পঙ্কজ কুমার মোরিয়া। আদতে তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। গত ফেব্রুয়ারি মাস থেকে ভুটান সীমান্তের জয়গাঁতে একটি জিমে কাজ করেন। তাই কর্মসূত্রে আলিপুরদুয়ারের কালচিনির হ্যামলিটনগঞ্জে থাকেন তিনি। সোমবার রাতে বাড়ি ফেরার সময় কালচিনির পানাবস্তি এলাকায় তাঁর উপর হামলা চালানো হয় বলেই অভিযোগ। তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। প্রথমে কালচিনির লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জখম যুবককে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই ঘন্টাদুয়েক অস্ত্রোপচার করা হয় তাঁর।

    জেলা সদর হাসপাতালের চিকিৎসক পি মিশ্র বলেন, “রোগী আপাতত অচৈতন্য। সিসিইউতে ভর্তি করা হয়েছে। দু’ঘন্টার অপারেশনে যতটা করার করেছি। এখন দেখার কী হয়।” এদিকে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জখম যুবকের মা সবিতা দেবী। তিনি বলেন, “আমরা কিছুই জানি না। পুলিশ খবর দেওয়ায় আমরা এসেছি। ছেলের কী হবে বুঝতে পারছি না। ওর পেটে ছুরির ঘা লেগেছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না।” এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও গ্রেপ্তারি প্রসঙ্গে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কী কারণে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের তরফে কিছুই জানানো হয়নি।
  • Link to this news (প্রতিদিন)