ভোটার কার্ড ও ২০০২ সালের তালিকায় আলাদা পদবি! ‘SIR আতঙ্কে আত্মঘাতী’ কুমারগঞ্জের বৃদ্ধ
প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
রাজা দাস, বালুরঘাট: ভোটার কার্ড ও ২০০২ সালের তালিকায় আলাদা পদবি! যা নিয়ে প্রবল আতঙ্কে ভুগছিলেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা ওছমান মণ্ডল। দেশছাড়া হওয়ার ভয় জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। এসবের মাঝে মঙ্গলবার সকালে বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধের ঝুলন্ত দেহ। পরিবার ও তৃণমূলের দাবি, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ডাঙারহাট পঞ্চায়েতের আগাছা এলাকার বাসিন্দা ওছমান মণ্ডল। বয়স ৬৫ বছর। সূত্রের খবর, ভোটার কার্ডে ওই বৃদ্ধের নাম ছিল ওছমান মোল্লা। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল ওছমান মণ্ডল। এসআইআরে তা নিয়ে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছিলেন বৃদ্ধ। দেশছাড়া হতে না হয়, সেই আতঙ্ক তাড়া করছিল তাঁকে। পদবি সংশোধনের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পরিবারের দাবি, তা নিয়ে প্রবল আতঙ্কে ভুগছিলেন ওছমান মণ্ডল।
এসবের মাঝে মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতের ভাইপো গোলাপ মণ্ডল জানিয়েছেন, ভোটার কার্ডে বৃদ্ধের নাম ছিল ওছমান মোল্লা। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল ওছমান মণ্ডল। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেন, “এসআইআরের নামে ষড়যন্ত্র চলছে। মুসলিমদের দেশছাড়া করার চক্রান্ত করা হচ্ছে। সেই কারণেই এই পরিণতি।” পর্যাপ্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি।