মঞ্চে নাম না নেওয়ায় কক্ষত্যাগ সাংসদের, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিতর্ক
প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
টিটুন মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিতর্ক! নেওয়া হল না বিশ্ববিদ্যালয়ের জমিদাতা তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর নাম। মঞ্চে নাম ঘোষিত না হওয়ায় মাঝপথেই অনুষ্ঠান কক্ষত্যাগ করেন তিনি। প্রতিবাদে তাঁর সঙ্গে বেরিয়ে যান বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়ও।
মঙ্গলবার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছাত্রছাত্রীদের হাতে ডিগ্রি প্রদান করা হয়। ছিলেন সাহিত্যিক আবুল বাশার, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী-সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমাবর্তন অনুষ্ঠানে দেবশংকর হালদার, আবুল বাশার, ঝুলন গোস্বামী ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ডি.লিট সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠান চলাকালীন অরূপের নাম নেওয়া হয়নি বলে অভিযোগ। ক্ষোভ উগড়ে অরূপ বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছি। অথচ আজকের অনুষ্ঠানে সেই অবদানের কথা একবারও বলা হল না। এটা শুধু অপমান নয়, অকৃতজ্ঞতার পরিচয়।” সভাধিপতি অনুসূয়া রায়ও ক্ষোভ প্রকাশ করে জানান, “যিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছেন, তাঁর নাম একবারও উচ্চারণ করা হল না এটা অগ্রহণযোগ্য।”
ঘটনার পর অতিথি ও ছাত্রছাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। অনেকেই বলতে থাকেন, যিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি গড়ে দিয়েছেন, তাঁকেই কি আজ ভুলে গেল কর্তৃপক্ষ? সভাধিপতি অনুসূয়া রায় বলেন, “এমন অবমাননা শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস।