• ছাগল চড়াতে গিয়ে বাঁকুড়ায় ‘গণধর্ষণে’র শিকার নাবালিকা! পুলিশের জালে ৩
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • টিটুন মল্লিক, বাঁকুড়া: ছাগল চড়াতে গিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকা। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তাঁদের দাবি, “এমন নৃশংস ঘটনায় আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের দাবি, দোষীদের যেন উদাহরণযোগ্য শাস্তি দেওয়া হয়।” যদিও পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বাঁকুড়া জেলার একটি গ্রামের মাঠে ছাগল চড়াতে গিয়েছিল ওই নাবালিকা। সেই সময় তিনজন যুবক তাকে জোর করে ধরে নিয়ে যায় পাশের একটি জঙ্গলে। সেখানেই ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতার কান্নাকাটি শুনে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরে বাঁকুড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নামে জেলা পুলিশ। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের নাম সুব্রত সরেন, শ্রীকান্ত মান্ডি এবং লক্ষ্মীকান্ত হেমব্রম।

    ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। জেলা পুলিশের এক আধিকারিক জানান, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নির্যাতিতার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত চার্জশিট দিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”
  • Link to this news (প্রতিদিন)