• সাড়ে তিন বছর পর জেলমুক্তি! হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে পার্থ
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: সোমেই জামিনে মুক্তির শর্তপূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। তবে তিনি কবে বাড়ি ফিরতে পারবেন, তা নিয়ে সংশয় ছিল। কারণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আদালতের নির্দেশ মিলতেই সবুজ সংকেত দিয়েছেন চিকিৎসকরা। ফলে আজ, মঙ্গলবার সাড়ে তিনবছর পর নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ। 

    ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেপ্তার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।  নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর তাদের তরফে পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। দীর্ঘদিন পর প্রথমে ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে অন্য মামলায় নিম্ন আদালতেও জামিন পান তিনি। তবে তাতেও জেলমুক্তি হয়নি তাঁর। কারণ, সিবিআইয়ের মামলার খাঁড়া ঝুলে ছিল। সব শেষে গত সেপ্টেম্বরে সিবিআইয়ের মামলাতেও জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী।

    কিন্তু তিন মামলায় জামিনের পরও বন্দিই থাকতে হচ্ছিল পার্থকে। কারণ, সুপ্রিম কোর্ট ইডির মামলায় জামিন দিলেও মুক্তির শর্ত হিসেবে জানিয়েছিল, সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসির গ্রুপ সি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় চার্জ গঠন করে বিচার পর্ব শুরু করতে হবে। ১৪ নভেম্বরের মধ্যে তিন মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরই জামিনে মুক্তি পাবেন পার্থ। সেই মতোই সোমবার অষ্টম সাক্ষগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপরই আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুক্তির আর্জি জানান তাঁর আইনজীবী। আদালত সম্মতি দিয়ে রিলিজ অর্ডার পাঠায় প্রেসিডেন্সি জেল ও হাসপাতালে। তার ভিত্তিতেই এদিন হাসপাতাল থেকে সরাসরি বাড়ি ফেরার কথা ছিল পার্থর। সাড়ে তিনবছর পর পার্থকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন তাঁর অনুরাগীরা। প্রায় সকলের হাতেই পোস্টার। তাতে লেখা, ‘বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কেই চাই।’ পৌনে তিনটে নাগাদ হাসপাতাল থেকে হুইল চেয়ারে বের হন তিনি। ছলছল চোখে তিনি সাফ জানান, কিছু বলবেন না। হাসপাতাল থেকে পার্থ সোজা পৌঁছন নাকতলার বাড়িতে।
  • Link to this news (প্রতিদিন)