• ‘একেবারে লজিক্যাল…’, অভিজিতের ‘অবাঙালি বিজেপি নেতা’ মন্তব্যের সমর্থনে শুভেন্দু
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিল। সোমবার সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে সরাসরি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ‌্যায়ের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। দলের সর্বভারতীয় শীর্ষস্তরকে লক্ষ‌্য করে সম্প্রতি যে তোপ দেগেছেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ‌্যায়, সেই বক্তব‌্যকে ‘ভালো’ ও যুক্তিযুক্ত বলে মন্তব‌্য করেছেন রাজ‌্য বিধানসভার বিরোধী দলনেতা।

    সোমবার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ‌্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তিনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) খুব ভালো বলেছেন, লজিক‌্যাল পয়েন্ট বলেছেন।’’

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বাংলায় অবাঙালি বিজেপি নেতাদের দাপট নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রাক্তন বিচারপতি দাবি করেন, উত্তর ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের চিন্তাভাবনা মেলে না। তাঁর কথায়, ‘‘হিন্দি বলয় থেকে এখানে নেতা এনে ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন, মেজাজ, তাঁদের অভিমান, এ সব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না।’’ একই সঙ্গে তথাকথিত ‘সেটিং তত্ত্ব’-কে পরোক্ষভাবে সমর্থন করে তিনি ইঙ্গিত দেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায় না। তাঁর মন্তব‌্য, ‘‘কেন যে পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন, প্রশাসনহীন রাজ্যে অন্তত ৩৫৫ ধারা জারি করা হবে না, সেটা তো আমার কাছে একটা বিরাট প্রশ্ন!’’

    সূত্রের খবর, বিজেপির অন্দরে এই মুহূর্তে তমলুক সাংসদের বক্তব‌্য সবচেয়ে বড় আলোচনার বিষয়। রাজ্য বিজেপির বহু নেতাই আড়ালে সমর্থন জানিয়েছেন অভিজিৎকে। হইচই শুরু হয়েছে দিল্লিতেও। জানা গিয়েছে, ক’দিন আগে রাজ‌্য নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা ভুপেন্দ্র যাদব, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। বৈঠকে একাংশের পক্ষ থেকে অভিজিৎবাবুর বিরুদ্ধে পদক্ষেপ করার প্রস্তাব এলেও তা নিয়ে তীব্র অমত জানান অন‌্যরা। তার পরই শুভেন্দুর এই পাশে দাঁড়ানোর বার্তায় নিয়ে নতুন চর্চার জন্ম দিল।
  • Link to this news (প্রতিদিন)