• বিহারে ভোটদানের রেকর্ড, পুরুষদের হারিয়ে দিলেন মহিলারা
    এই সময় | ১২ নভেম্বর ২০২৫
  • রেকর্ড ভোট পড়ল বিহারে। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে দুই দফা মিলিয়ে বিহারে মোট ৬৬.৯১ শতাংশ ভোট পড়েছে। ১৯৫১ সালে নির্বাচন শুরুর পর থেকে এই রাজ্যে এর আগে এত বেশি সংখ্যক ভোট কখনও পড়েনি।

    মহিলা ভোটের নিরিখেও এই বার রেকর্ড হয়েছে বিহারে। রাজ্যের ইতিহাসে ২০২৫ সালের বিধানসবা নির্বাচনেই সর্বোচ্চ সংখ্যক মহিলা তাঁদের মতদান করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৬ নভেম্বর প্রথম দফার ভোটে, ৬৯.০৪ শতাংশ মহিলা ভোটার ভোট দিয়েছিলেন। আর পুরুষদের মধ্যে ভোট দিয়েছিলেন ৬১.৫৬ শতাংশ।

    মঙ্গলবার যে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হয়েছে, সেখানে ফের ভোটদানের ক্ষেত্রে পুরুষদের পিছনে ফেলেছেন মহিলারা। এ দিন মহিলা ভোটারদের ৭৪.০৩ শতাংশ ভোট দিয়েছেন। আর পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল ৬৪.১ শতাংশ।

    দুই দফা মিলিয়ে বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ ৭১.৬ শতাংশ মহিলা ভোট দিয়েছেন। মহিলাদের এই অংশগ্রহণ অভূতপূর্ব।

    এ দিনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষার ফল বেরিয়েছে। তাতে সবক’টি সংস্থাকেই একযোগে NDA-র জয়ের পূর্বাভাস দিতে দেখা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মহিলা ভোটারদের এই উত্থানই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ক্ষমতায় থেকে যাওয়ার কারণ হতে পারে।

    ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র মতো মহিলাদের জন্য তাঁর সরকারের চালু করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য মহিলা ভোটাররা নীতীশ সরকারে পক্ষে বলে দাবি করে NDA। ভোট যন্ত্রে কী তারই প্রতিফলন দেখা গেল? জানা যাবে ১৪ নভেম্বর।

  • Link to this news (এই সময়)