• পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি
    আজকাল | ১২ নভেম্বর ২০২৫
  • গোপাল সাহা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত ৪ঠা নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি। প্রক্রিয়ার প্রথম দিকে কিছুটা মন্থর গতিতে কাজ হলেও, ১১ নভেম্বর পর্যন্ত এই ৮ দিনে রাজ্যের প্রায় ৮৩% এনুমারেশন ফর্ম বিতরণ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে রাজ্যের জাতীয় মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তর।

    প্রথম দিনের তুলনায় এখন কাজের গতি বহুগুণে বেড়েছে। নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুরুতে অর্থাৎ প্রথম দিনে ফর্ম বিতরণের হার ছিল প্রায় ১৮ লক্ষ, কারণ তখন বিএলও (BLO) এবং বিএলএ (BLA) আধিকারিকদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি। তবে ধীরে ধীরে কাজের গতি বৃদ্ধি পেয়েছে এবং নির্দিষ্ট সময়সীমা মেনে অধিকাংশ জেলায় ফর্ম বিতরণ কার্য প্রায় শেষের পথে।

    কঠোর নির্দেশ নির্বাচন দপ্তরেরCEO দপ্তরের তরফে ইতিমধ্যেই একাধিক নির্দেশ জারি করা হয়েছে যাতে প্রতিটি বিএলও আধিকারিক এবং বিএলএ নিয়ম মেনে ও সততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন। নির্বাচন দপ্তর স্পষ্ট করে জানিয়েছে—

    “ফর্ম বিতরণে কোনওরকম গাফিলতি সহ্য করা হবে না। প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ফলে, বুথস্তরে কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি নির্বাচন কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতারও উল্লেখযোগ্য ভাবে উন্নতি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের দপ্তর।

    নাগরিকদের সহযোগিতায় উন্মুক্ত দরজারাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সাধারণ মানুষদের সহায়তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে। ফর্ম পূরণের ক্ষেত্রে অনেক নাগরিক সরাসরি CEO দপ্তরে এসে সহযোগিতা পাচ্ছেন। দপ্তরের আধিকারিকরাও সক্রিয়ভাবে সহযোগিতা করছেন যাতে কোনও ভোটার ফর্ম পূরণে সমস্যায় না পড়েন। পাশাপাশি রাখা হয়েছে হেল্প ডেস্ক ফোন কলের মাধ্যমে সহযোগিতার জন্য, এবং প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণে ফোন কল আসছে সহযোগিতার আসায়। এই উদ্যোগের ফলে ভোটারদের মধ্যে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি সঠিক তথ্যভিত্তিক ভোটার তালিকা তৈরির কাজও আরও নির্ভুল হচ্ছে বলে মনে করছে নির্বাচন দপ্তর।

    এক নজরে দেখে নেওয়া যাক, কোন জেলায় কত শতাংশ ফর্ম বিতরণ সম্পন্ন হয়েছে:জেলা                                                  ফর্ম বিতরণের শতাংশপূর্ব বর্ধমান                                             ৯৭%বাঁকুড়া                                                    ৯৫%হুগলি, পূর্ব মেদিনীপুর, কোচবিহার            ৯৪%কালিম্পং                                                 ৯৩%ঝাড়গ্রাম, জলপাইগুড়ি                             ৯০%পশ্চিম মেদিনীপুর                                    ৮৯%পুরুলিয়া                                                  ৮৮%দার্জিলিং, উত্তর দিনাজপুর                        ৮২%নদিয়া, উত্তর ২৪ পরগনা                          ৮১%হাওড়া                                                      ৮০%বীরভূম, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার      ৭৮%মালদা, মুর্শিদাবাদ                                     ৭৬%কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা           ৭৪%দক্ষিণ দিনাজপুর                                       ৭২%কলকাতা উত্তর                                          ৬৬%গড়ে রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম বিতরণের হার ৮৩.৫৭%।এছাড়াও, এখনও পর্যন্ত ৫ লক্ষ ৭১ হাজারেরও বেশি ফর্ম অনলাইনে জমা পড়েছে, যা ডিজিটাল পদ্ধতির প্রতি ভোটারদের আস্থার ইঙ্গিত দিচ্ছে।

    CEO দপ্তরের বার্তা

    রাজ্যের জাতীয় নির্বাচনী আধিকারিক দপ্তর পূর্বেই জানিয়েছে BLO ও BLA-দের ভোটারদের প্রতি পূর্ণ সহযোগিতা করতে হবে। কোনও বৈধ ভোটারকে কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার সফল বাস্তবায়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী মহল মনে করছে, এই গতিতে কাজ চলতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিতরণ এবং তথ্য যাচাই সম্পূর্ণ করা সম্ভব হবে।

    সংক্ষেপে বলা যায়, পশ্চিমবঙ্গ জুড়ে SIR প্রক্রিয়ার কাজে গতি এসেছে, মাঠপর্যায়ে সক্রিয়তা বেড়েছে, এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে এক ধাপ এগিয়ে গিয়েছে, তা বলাই যায়।
  • Link to this news (আজকাল)