• এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণ করে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক ব্যক্তির
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণ করে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। আজ, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার-২ নং ব্লকের শিমলাবাড়ি এলাকায় তুরতুরি নদীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহেশ মুণ্ডা(৪১)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টা নাগাদ ওই ব্যক্তি এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণ করে লোকনাথপুর মঙ্গল বাজারে যান। তারপর বাজার থেকে বাড়ির পথে ফেরার জন্য রওনা দেন। তারপরেই এলাকার তুরতুরি নদীতে স্থানীয়রা ওই ব্যক্তির মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।ওই নদীতে এখন হাঁটুর নীচে জল। ফলে ওই ব্যক্তি নদীতে পড়ে গিয়ে কীভাবে মারা গেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মৃতের পরিবারের দাবি, এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণ করে বাড়ি ফেরার পথে তিনি কিভাবে নদীতে পড়ে গেলেন তা তাঁরা বুঝতে পারছেন না। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দায়ের করে তদন্ত শুরু করেছে। শামুকতলা থানার ওসি অসীম মজুমদার বলেন, ময়নাতদন্তের জন্য আগামী বুধবার ওই ব্যক্তির দেহটি হাসপাতালে পাঠানো হবে। 
  • Link to this news (বর্তমান)