দিল্লির বিস্ফোরণকাণ্ডের পর হলদিয়া শিল্পাঞ্চলে কড়া সতর্কতা
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, হলদিয়া: দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে কড়া সতর্কতা জারি হয়েছে। আজ, মঙ্গলবার দিনভর জলে ও স্থলে নাকা চেকিং ও স্পেশাল চেকিং চালায় পুলিশ। হলদিয়ার বিভিন্ন নদীঘাট, সড়কপথ ছাড়াও নদীতে ট্রলার ও বাংলাদেশি বার্জে পুলিশ অভিযান চালিয়েছে। হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, দিল্লির ঘটনার পর গতকাল, সোমবার রাত থেকে হলদিয়ার বিভিন্ন জায়গায় স্পেশাল নাইট নাকা চেকিং শুরু হয়েছে। এদিন হলদিয়ার কুঁকড়াহাটি নদীঘাট, গেঁওখালি, হলদিয়ার টাউনশিপ, নন্দীগ্রামের কেন্দেমারি, বালুঘাটা, তেরপেখিয়া সমস্ত ঘাটেই অভিযান চালানো হয়েছে। জেলায় ঢোকার পথে কোলাঘাট থেকে ১১৬ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন থানা এলাকায় নাকা চেকিং চলছে। হলদিয়ামুখী গাড়িগুলির উপর বিশেষ নজর রাখছে পুলিশ।প্রতিটি থানায় সিসিটিভি কন্ট্রোল রুমে লাগাতার মনিটরিং চলছে। এদিন সকাল থেকে কুঁকড়াহাটি ও টাউনশিপ নদীঘাটে বাড়তি সতর্কতা ছিল পুলিশের। ভিন জেলা থেকে এই দু’টি রুটেই হলদিয়া এবং জেলায় প্রবেশ করা যায়। দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা যাত্রীদের উপর নজর রাখছিল পুলিশ। মহিলা-পুরুষ নির্বিশেষে যাত্রীদের ব্যাগ তল্লাশি করে দেখা হয়। হলদিয়ার নয়াচর কোস্টাল থানার উদ্যোগে ফাস্ট ইন্টারসেপ্টর বোট বা এফআইবি নিয়ে হুগলি নদীতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি বার্জে অভিযান চালায় পুলিশ। প্রতিটি বার্জে উঠে পুলিশ বাংলাদেশি নাবিকদের কাগজপত্র খতিয়ে দেখে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে।দিল্লির বিস্ফোরণ কাণ্ডের পরই হলদিয়ার বিভিন্ন মোড়ে থাকা সিসিটিভি ক্যামেরাগুলি চেকিং করা শুরু করেছে পুলিশ। এদিকে হলদিয়ার জনবহুল বাজারগুলিতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। অন্যদিকে, আইওসি, বন্দরের মতো গুরুত্বপূর্ণ শিল্পসংস্থাগুলিতে বাড়তি নজরদারি করছে দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ। এক সিআইএসএফ আধিকারিক বলেন, এন্ট্রি পয়েন্টগুলিতে মাল্টিলেয়ার চেকিং বাড়ানো হয়েছে। হলদিয়ায় হুগলি নদীর পাশে নদীর পাড় বরাবর বিভিন্ন শিল্প সংস্থার পাইপলাইন রয়েছে। ওই এলাকায় মেরিন পুলিশ টহলদারি বাড়িয়েছে।