সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে আরও একবার প্রত্যাবর্তন হতে চলেছে এনডিএর। সব ঠিক থাকলে ফের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে চলছেন নীতীশ কুমার। আশা জাগালেও শরিকদের ব্যর্থতায় ফের বসা হচ্ছে না তেজস্বী যাদবের। উপরে যে যে সম্ভাবনার কথা বলা সবটাই অনুমানের ভিত্তিতে। বিহারের নির্বাচন নিয়ে অধিকাংশ সংস্থার এক্সিট পোল অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।
চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোল বলছে, বিহারে এনডিএ জিততে পারে ১৩০-১৩৫ আসন। মহাজোটের দখলে যেতে পারে ১০০-১০৮ আসন। অন্যান্যদের দখলে যেতে পারে ৩-৫ আসন। দৈনিক ভাস্করের এক্সিট পোল বলছে, এনডিএ জিততে পারে ১৪৫-১৬০ আসন। মহাজোট জিতবে ৭৩-৯১ আসন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির খাতা খোলা নিয়েই সংশয় রয়েছে। তারা সর্বোচ্চ ৩ আসন জিততে পারে। অন্যান্যরা জিততে পারে ৫-৭ আসন।
জেভিসি পোল বলছে, বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ ১৩৫-১৫০ আসন জিততে পারে। মহাজোট ৮৮-১৩৩ আসন জিততে পারে। জন সুরাজ ১টি আসন জিততে পারে। অন্যান্যরা জিততে পারে ৩-৬ আসন। পিপলস পালসের এক্সিট পোল বলছে, এনডিএর ঝুলিতে যেতে পারে ১৩৩-১৫৯ আসন। মহাজোট ৭৫-১০১ আসন জিততে পারে। জন সুরাজ ০-৫ আসন জিততে পারে। অন্যান্যদের দখলে যেতে পারে ২-৮ আসন।
অর্থাৎ অধিকাংশ এক্সিট পোলের স্পষ্ট ইঙ্গিত বিহারের কুরসিতে ফের বসতে চলেছেন নীতীশ কুমার। আসলে ভোটের আগে মহিলাদের ১০ হাজার টাকা দেওয়া-সহ বিস্তর খয়রাতি করেছেন নীতীশ। যার সুফল এনডিএ জোট পেতে পারে। আবার এই যদি ফলাফল হয়, তাহলে সেটা তেজস্বী যাদবের জন্য বড় ধাক্কা। বিহারের কুরসি দখলের স্বপ্ন আপাতত তাঁর জন্য অধরাই থাকছে। আগামী দিনে আদৌ কংগ্রেস বা বামেদের মতো ‘দুর্বল’ শরিককে কতটা জায়গা ছাড়বেন তিনি, সেটা নিয়ে ভাবতে হবে। অন্যদিকে, ভোট অভিষেকে প্রশান্ত কিশোর প্রত্যাশাপূরণ করতে পারছেন না বলেই ইঙ্গিত সমীক্ষায়।
তবে এখানে বলে রাখা ভালো, এক্সিট পোল মোটেই নির্বাচনের সঠিক ফলাফল নয়। এটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা অনুমান মাত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে, এক্সিট পোলের ঠিক উলটো ফলাফল হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, এক্সিট পোলের ফলাফল হুবহু মিলে গিয়েছে। বিহারের ক্ষেত্রেই যেমন শেষ দুটি এক্সিট পোলের ফলাফল একেবারেই মেলেনি।