• এক্সিট পোলে বিহারে এনডিএ’র জয়জয়কার! ২০১৫, ২০২০ সালের ফলাফল মিলেছিল?
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে হই হই করে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। ফের পরাস্ত তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগটবন্ধন। এক্সিট পোলে বিহারে এনডিএ’র জয়জয়কার! ২০১৫, ২০২০ সালের ফলাফল মিলেছিল? কিন্তু এই এক্সিট পোলকে কি সঠিক বলে ধরে নেওয়া যায়? সবটাই তো বলা অনুমানের ভিত্তিতে। অন্তত অতীত রেকর্ড বলছে, বিহারের ক্ষেত্রে অনেকাংশেই ব্যর্থ হয় বুথ ফেরত সমীক্ষা।

    আসলে এক্সিট পোল মোটেই নির্বাচনের সঠিক ফলাফল নয়। এটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা অনুমান মাত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে, এক্সিট পোলের ঠিক উলটো ফলাফল হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, এক্সিট পোলের ফলাফল হুবহু মিলে গিয়েছে। বিহারের ক্ষেত্রেই যেমন শেষ দুটি এক্সিট পোলের ফলাফল একেবারেই মেলেনি।

    ২০২০ সালে মোট ১১টি সংস্থার এক্সিট পোল ইঙ্গিত দিয়েছিল, বিহারে পালাবদল হতে চলেছে। পোল অফ পোলসে ইঙ্গিত ছিল, তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগটবন্ধন জিততে চলেছে ১২৫ আসন। আর নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ১০৮ আসনে। কিন্তু ফলাফল দেখা গেল সম্পূর্ণ উলটো। ২০২০ সালে শেষমেশ এনডিএ-র দখলেই যায় ১২৫ আসন। আর মহাজোট আটকে যায় ১১০ আসনে। আবার ২০১৫ সালেও এক্সিট পোল অনেকাংশেই ব্যর্থ হয়। সেবার অধিকাংশ এক্সিট পোলের ইঙ্গিত ছিল নীতীশ কুমার-লালুপ্রসাদ যাদবের জোট ক্ষমতায় এলেও টানটান লড়াই হবে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বেশ ভালোরকম লড়াই করবে। সেবার লালু-নীতীশের মহাগটবন্ধন গড়ে ১২৩ আসন পেতে পারে বলে আন্দাজ করে বুথ ফেরত সমীক্ষাগুলি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ১১৪ আসন পাওয়ার ইঙ্গিত ছিল। কিন্তু ফলাফলে দেখা যায় একপেশে ভাবে জিতে গিয়েছে লালু-নীতীশ জোট। তারা পেয়েছে ১৭৮ আসন। আর এনডিএ আটকে গিয়েছে মাত্র ৫৮ আসনে।

    অর্থাৎ ২০২০ এবং ২০২৫ দুই ক্ষেত্রেই কার্যত পুরোপুরি ব্যর্থ হয়েছে বুথ ফের সমীক্ষা সংস্থাগুলি। আবার সদ্য ২০২৪ লোকসভা নির্বাচনেও সেই ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, এক্সিট পোলের ফলাফল হুবহু মিলে গিয়েছে। এবার বিহারে কী হয় সেটাই দেখার।
  • Link to this news (প্রতিদিন)