• ‘দেশে যুদ্ধ পরিস্থিতি অথচ প্রধানমন্ত্রী বিদেশে’, মোদির ভুটানযাত্রা নিয়ে তোপ বিরোধীদের
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন রাজধানী। একের পর এক মানুষের মৃত্যু। বহু মানুষ এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অথচ ঠিক এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশে। দু’দিনের ভুটান সফরে রয়েছেন তিনি। যা নিয়ে এবার প্রশ্ন তোলা শুরু করল আম আদমি পার্টি। আপ নেতা সৌরভ ভারদ্বাজ বলছে, দেশে যখন যুদ্ধ পরিস্থিতি, তখন প্রধানমন্ত্রী বিদেশে কেন?

    আপ নেতা সৌরভ ভারদ্বাজের বক্তব্য, “প্রধানমন্ত্রীই বলেছেন এরপর দেশে জঙ্গি হানা হলেই সেটাকে যুদ্ধ অপরাধ বলে গণ্য করা হবে। কিন্তু তাহলে তো ভারতই প্রথম দেশ যেখানে যুদ্ধ পরিস্থিতি চলছে, অথচ প্রধানমন্ত্রী দেশের বাইরে।” কংগ্রেসের আবার প্রশ্ন, দিল্লির এই দুর্ঘটনার দায় কার? কংগ্রেস নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন। তাঁদেরও প্রশ্ন, প্রধানমন্ত্রীর এই সফর কি বাতিল করা যেত না?

    উল্লেখ্য, দিল্লি হামলার অভিঘাতে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু। জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে। সূত্রের খবর, হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে ৩ ঘণ্টা অপেক্ষা করছিল গাড়িটি। ঘাতক গাড়ির সূত্র ধরে ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে। এসবের মধ্যেই মঙ্গলবার সকালে দুদিনের ভুটান সফরে উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    প্রধানমন্ত্রী অবশ্য ভুটান থেকেই এই হামলা নিয়ে গর্জে উঠেছেন। তিনি বলেন, “আজ আমি এখানে অত্যন্ত ভারী মন নিয়ে এসেছি। কাল সন্ধেয় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলের মনই যন্ত্রণাক্লিষ্ট। আমি আক্রান্তদের পরিবারের দুঃখকে বুঝি। আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে। আমি কাল রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সির সঙ্গে, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আলোচনাও করেছি। যোগসূত্রগুলিকে যুক্ত করা হচ্ছিল। আমাদের এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে। ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না।” তবে এই কঠিন সময়ে দেশে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছেই।
  • Link to this news (প্রতিদিন)