• বিজেপির পঞ্চায়েত সদস্যের জোড়া ভোটার কার্ড! জানাজানি হতেই কী সাফাই দিলেন?
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
  • অভিষেক চৌধুরী, কালনা: রাজ্যে চলছে এসআইআর। ভোটার তালিকা ঝাড়াই-বাছাই করে ভুতূড়ে ভোটার বাদ দিতে মরিয়া কমিশন। এরই মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। কালনার এক পঞ্চায়েতের বিজেপি সদস্যের দুটি ভোটার কার্ড! একটি সঠিক পরিচয়ে, অপরটিতে জেঠুকে দেখানো হয়েছে বাবা হিসেবে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল এলাকায়।

    জানা গিয়েছে, বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের নাম গোপাল বারুই। পূর্ব বর্ধমানের কালনা দু’নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য তিনি। জানা গিয়েছে, গোপালবাবুর ২ টি ভোটার কার্ড। একটিতে বাবার জায়গায় জেঠুর নাম। অন্যটি তৈরি করা হয়েছে বাবার নাম ব্যবহার করেই। বিষয়টা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে এমনটা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। প্রশ্ন উঠছে কমিশনের ভূমিকা নিয়েও।

    যদিও এতে কারচুপির কোনও বিষয় নেই বলেই দাবি গোপালের। তাঁর কথায়, তিনি নাকি সংশোধনের চেষ্টা করেছিলেন। কিন্তু সাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে তা করতে পারেননি। পাশাপাশি তিনি আরও বলেন, “চিন্তার কোনও কারণ নেই, এসআইআরে একটি বাদ চলে যাবে।” এবিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল বলেন, বিডিওকে বিষয়টি জানানো হবে। প্রসঙ্গত, এহেন অভিযোগ রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠেছে। তবে এসআইআরে এইসকল ভুয়ো নাম বাদ চলে যাবে বলেই জানিয়েছে কমিশন।
  • Link to this news (প্রতিদিন)