• কৃষ্ণনগর কাণ্ডের ৭৮ দিনের মাথায় চার্জশিট, দেশরাজের বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ পুলিশের
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে গুলি করে নৃশংস খুনে মূল অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং ও তার দুই আত্মীয়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার ৭৮ দিনের মাথায় মঙ্গলবার কৃষ্ণনগর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা পড়ল। ৩০০ পাতার ওই চার্জশিটে দেশরাজ, তার বাবা রাঘবেন্দ্রপ্রতাপ সিং ও মামা কুলদীপ সিং-এর বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট, সংগঠিত অপরাধ-সহ অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহত ছাত্রীর পরিবার।

    চলতি বছরের ২৫ আগস্ট কৃষ্ণনগর উইমেন্স কলেজ লাগোয়া বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল‌্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রাক্তন প্রেমিকা উচ্চমাধ্যমিক পড়ুয়া ইশিতা মল্লিককে খুন করে কাঁচরাপাড়ার বাসিন্দা আদতে উত্তরপ্রদেশনিবাসী দেশরাজ। সেই ঘটনার ৭৮ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত ঈশিতার প্রাক্তন প্রেমিক দেশরাজ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩, ১০৯, ৬১ ও অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায়, দেশরাজের বাবা, রাঘবেন্দ্রপ্রতাপ সিংয়ের বিরুদ্ধে ১০৩, ২০৩ ও ৬১ নম্বর ধারা ও মামা কুলদীপ সিংয়ের বিরুদ্ধে ২৫৩, ৩৩৮, ৩৩৬, ৬১ ও ১০৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

    চার্জশিটের সঙ্গে একাধিক তথ্যপ্রমাণ জমা দিয়েছে পুলিশ। মোট ২১ জন সাক্ষীর বয়ান রয়েছে। এ ছাড়াও অস্ত্র উদ্ধার ও ঘটনা পুনর্নির্মাণ সংক্রান্ত তথ্যপ্রমাণও চার্জশিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া বেশ কিছু ইলেকট্রনিক্স ও মেটিরিয়ালিস্টিক এভিডেন্স জমা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। অভিযুক্তদের কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহত ছাত্রীর পরিবার। নিহত ছাত্রীর বাবা দুলাল মল্লিক জানিয়েছেন, ‘‘পুলিশের উপর আমাদের প্রথম থেকেই আস্থা ছিল। পুলিশ আমাদের বারবার ভরসা জুগিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ। আশা করছি দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে। দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষা করছি আমরা।’’
  • Link to this news (প্রতিদিন)