• শিশু শল‌্য চিকিৎসায় দেশের সেরা বাংলা! উচ্ছ্বসিত চিকিৎসক মহল
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৫
  • অভিরূপ দাস: দেশের মধ্যে সেরার সেরা হল বাংলার শিশু শল‌্য চিকিৎসকরা। ইন্ডিয়ান অ‌্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জনের বিবেচনায়, দেশের সমস্ত রাজ্যের মধ্যে উৎকৃষ্ট ‘পেডিয়াট্রিক সার্জারি অ‌্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল।’

    ২০২৪-২৫ এর সময়কালের কার্যকলাপের জন‌্য ‘ইন্ডিয়ান অ‌্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জন’-এর বেঙ্গল চ‌্যাপ্টারকে সেরার মুকুট দেওয়া হয়েছে। সে সময়কালের জন‌্য ‘পেডিয়াট্রিক সার্জারি অ‌্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল’ সেরার সেরা ঘোষণা করা হয়েছে সে সময় সংগঠনের সভাপতি ছিলেন ডা. রুচিরেন্দু সরকার, সম্পাদক ডা. সুজয় পাল। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের শিশু শল‌্য বিভাগের বিভাগীয় প্রধান ডা. রুচিরেন্দু সরকার। শিশু শল‌্য বিভাগের অ‌্যাসোসিয়েট প্রফেসর ডা. সুজয় পাল। দেশের মধ্যে বাংলার জয়জয়কারে খুশি তারা।

    উল্লেখ‌্য দেশের প্রতিটি রাজ্যে আলাদা শাখা রয়েছে শিশু শল‌্য চিকিৎসকদের। তার মধ্যেই বাংলার শিশু শল‌্য বিভাগের চিকিৎসকদের সংগঠন ‘পেডিয়াট্রিক সার্জারি অ‌্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল’ কে বেছে নেওয়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। এসএসকেএম হাসপাতালের অ‌্যাসোসিয়েট প্রফেসর ডা. সুজয় পাল জানিয়েছেন, শিশু শল‌্য বিভাগে বছরব‌্যাপী আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ, শ‌ল‌্য চিকিৎসায় আধুনিকিকরণ তথা বছরব‌্যাপী নানান কর্মকাণ্ড সব কিছু বিচার করে তবেই শংসাপত্র পেয়েছে বাংলার শিশু শল‌্য বিভাগের চিকিৎসদের শাখা।

    এই প্রতিযোগিতায় বাংলার সঙ্গে ছিল দিল্লি অ‌্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জন, কর্নাটক স্টেট চ‌্যাপ্টার, জম্মু কাশ্মীর চ‌্যাপ্টার অফ পেডিয়াট্রিক সার্জন, কেরালা চ‌্যাপ্টার অফ পেডিয়াট্রিক সার্জন, মধ‌্যপ্রদেশ, ছত্তিশগড়ের শিশু শল‌্য চিকিৎসকদের সংগঠনও। সকলকে অতিক্রান্ত করে সেরার সেরা পালক লেগেছে বাংলার শিশু শল‌্য বিভাগের চিকিৎকদের মুকুটে।
  • Link to this news (প্রতিদিন)