• BLA নিয়োগের নিয়মে বড় বদল কমিশনের, ‘বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই সিদ্ধান্ত’, তোপ তৃণমূলের
    এই সময় | ১২ নভেম্বর ২০২৫
  • রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। এর মধ্যে বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়মে পরিবর্তন আনল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ২০২৩ সালের  গাইডলাইন অনুযায়ী, কোনও বুথের বিএলএ-কে সংশ্লিষ্ট বুথের বাসিন্দা হতে হবে। সেই নিয়মে বদল এনেছে কমিশন। জানানো হয়েছে, আর নির্দিষ্ট বুথের বাসিন্দা হওয়া বিএলএ-দের জন্য বাধ্যতামূলক নয়। তিনি সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই হবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। 

    রাজ্যে এসআইআর আবহে এই নির্দেশিকা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূলের প্রশ্ন, 'নিয়ম অনুযায়ী বিএলও-দের সংশ্লিষ্ট বুথের বাসিন্দা হতে হবে। সে ক্ষেত্রে শুধুমাত্র বিএলএ-দের ক্ষেত্রেই কেন ব্যক্তিক্রম? কারণ বিজেপি বুথে বুথে এজেন্ট খুঁজে পাচ্ছে না। আর সেই কারণে বাইরে থেকে লোক আনতে চাইছে।' 'নির্বাচন কমিশন, একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান বিজেপির দলদাসে পরিণত হয়েছে' বলে তোপ তৃণমূলের। শাসক দলের দাবি, এই নির্দেশ তার অন্যতম উদাহরণ। 

    অন্যদিকে, এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, 'জাতীয় নির্বাচন কমিশনের সময়োপযোগী এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।' তিনি আরও লিখেছেন,  'নির্বাচন কমিশনের BLA নিয়োগের এই পরিধি বৃদ্ধিতে সকল রাজনৈতিক দল উপকৃত হবেন। এতে অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের চিহ্নিত করার ক্ষেত্রে আরও সুবিধা হবে। নতুন এই নির্দেশিকা শক্তিশালী ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে আরও বেশি কার্যকর হবে বলে আশা করা যায়।'

  • Link to this news (এই সময়)