• দূষণ পরীক্ষার সময় গাড়িতে ছিল ৩ জন
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ২৯ অক্টোবর, বিকেল ৪টে ২০ মিনিট। পলিউশন অন্ডার কন্ট্রোল (পিইউসি) বুথের বাইরে এসে দাঁড়াল একটি সাদা আই২০ গাড়ি। নম্বর প্লেটে লেখা, এইচআর ২৬সিই৭৬৭৪। প্রকাশ্যে আসা সিসি ক্যামেরার নয়া ফুটেজে দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির দূষণ পরীক্ষার দৃশ্য ধরা পড়েছে। ঘটনাচক্রে দু’সপ্তাহ আগে ওইদিনই এই আই২০ গাড়িটিকে সন্দেহভাজন আত্মঘাতী জঙ্গি উমরকে বিক্রি করা হয়েছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। 

    পলিউশন চেকের সময় গাড়িটির সঙ্গে মোট তিনজন দেখা গিয়েছে ফুটেজে। তাদের মধ্যে টি-শার্ট পরা একজন (পিইউসি) বুথের আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণ পর দেখা যায় বাকি দু’জনকেও। এদের মধ্যে একজনের গায়ে ছিল ধূসর টি-শার্ট, অন্যজনের সাদা টি-শার্ট, সঙ্গে ব্যাকপ্যাক। দাড়িওয়ালা এই দু’জনের মধ্যেই একজন তারিক মালিক বলে সন্দেহ। পলিউশন চেক হওয়ার পর তিনজনকে ফের গাড়ি নিয়ে চলে যেতে দেখা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)