• দু’মাসের ঘর ভাড়া আগাম মিটিয়ে দিয়েছিল মুজাম্মিল
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • ফরিদাবাদ: প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক মজুতে অভিযুক্ত চিকিত্সক মুজাম্মিল শাকিলকে নিয়ে বেশ কিছু তথ্য হাতে পেল পুলিশ। ফরিদাবাদে দুটি বাড়িতে ঘর ভাড়া নিয়েছিল সে। তার মধ্যে ধোজ এলাকার একটি বাড়িতে প্রায় ৩৬০ কেজি বিস্ফোরক রেখেছিল সে। ওই বাড়ির মালিককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জেরায় তিনি জানিয়েছেন, মুজাম্মিল ১৩ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দু’মাসের জন্য একটি ঘর ভাড়া দিয়েছিলেন। প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা হিসেবে ২ হাজার ৪০০ টাকা মিটিয়ে দেয় অভিযুক্ত ডাক্তার। কিন্তু নিজের জিনিসপত্র রেখে যাওয়ার পর আর একদিনের জন্যও মুজাম্মিল ওই ঘরে আসেনি। ভাড়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার দিন দুয়েক আগেই সেখানে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় ওই বিস্ফোরক। ১১ নভেম্বরের ঘর ভাড়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওই বিস্ফোরক মুজাম্মিল অন্য কোথাও সরানোর পরিকল্পনা করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    প্রাথমিক তদন্তে উঠে এসেছে, লালকেল্লার সামনে বিস্ফোরণে যুক্ত চিকিত্সক উমর মহম্মদের সঙ্গে মুজাম্মিলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দুজনেরই কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। ফরিদাবাদে বিশাল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের খবর পেয়েই পালায় উমর। এরপর লালকেল্লার কাছে এসে বিস্ফোরণ ঘটায় সে। মুজাম্মিলের ডেরা থেকে মূলত অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক উদ্ধার হয়েছিল। লালকেল্লার সামনেও অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)