বিশেষ সংবাদদাতা, শ্রীনগর, নয়াদিল্লি: মঙ্গলবার ভোটের লাইনে দাঁড়ালেন দেশের সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আটটি বিধানসভার ভোটাররাও। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বদ্গাঁও ও নাগরোটায় উপনির্বাচন ঘিরে ছিল উৎসবের মেজাজ। বদগাঁওয়ে কনকনে শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে পৌঁছন সাধারণ মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই আসনে ৫০.০১ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, জম্মুর নাগরোটা আসনে ৭৪.৮২ শতাংশ ভোট পড়েছে। এলাকার সামগ্রিক উন্নয়নের কথাই উঠে এসেছে দুই কেন্দ্রের ভোটারদের গলায়। হায়দরাবাদের জুবিলি হিলসের উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি সরকারের। মুসলিম বহুল এই আসনে ভোটের কয়েকদিন আগেই মহম্মদ আজহারউদ্দিনকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছিল। এর প্রভাব আদৌ ভোটবাক্সে পড়ল কিনা তা জানতে আগ্রহী রাজনৈতিক মহল। এই আসনে ভোটদানের হার ৪৮.৪৩ শতাংশ।
মিজোরামের ডাম্পা বিধানসভা আসনের উপনির্বাচনে ৮২.৪৩ শতাংশ ভোট পড়েছে বলে খবর। এমএনএফের দখলে বিরোধী দলনেতার পদ থাকবে কিনা, তা নির্ধারিত হবে এদিনের ভোটে। নিজেদের দখলে থাকা ডাম্পায় হারলে বিধানসভায় এমএনএফের আসন সংখ্যা কমে হবে ৯। ফলে সংখ্যার হিসেবে তারা বিরোধী দলনেতার পদ হারাবে। তরন তারনের উপনির্বাচনের পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টির প্রেস্টিজ ফাইট। এই আসনে ভোট পড়েছে ৬০.৯৫ শতাংশ।
গত বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে ওড়িশায় ক্ষমতা হারিয়েছে নবীন পট্টানায়েকের বিজেডি। তারপর নুয়াপাড়া বিধানসভার উপনির্বাচন কার্যত দু’দলের কাছেই অ্যাসিড টেস্ট। এছাড়াও পায়ের জমি ফেরাতে তৎপর কংগ্রেসও। এই আসনে ভোটের হার ৭৮.৩৬ শতাংশ।
অন্তা বিধানসভা উপনির্বাচনে কঠিন পরীক্ষায় রাজস্থানের ক্ষমতাসীন বিজেপি সরকার। এই কেন্দ্রে ভোটের হার ছিল ৮০ শতাংশ। ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভা উপনির্বাচনে ভোটের হার ছিল ৭৪.৬৩ শতাংশ।