নয়াদিল্লি: সোমবার সন্ধেয় লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। ঠিক তার পরদিন অর্থাৎ মঙ্গলবার ইউএপিএ মামলায় অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন সকালে প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ দেব অভিযুক্তের পক্ষে সওয়ালের শুরুতে বলেন, ‘গতকালের মর্মান্তিক ঘটনার পর আজ এই মামলা শুনানির সঠিক সময় নয়।’ যদিও বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার পর্যবেক্ষণ, ‘এটাই বার্তা দেওয়ার জন্য সেরা সময়’। আগামী ২ বছরের মধ্যে বিচার সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে আদালত।