• বিজেপিকে ভোট, স্ত্রীকে মার স্বামীর
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • পাটনা: স্বামী আরজেডির অন্ধ সমর্থক। অন্যদিকে স্ত্রীর পছন্দ বিজেপিকে। বিহার বিধানসভা নির্বাচনে দু’জনেই একসঙ্গে ভোট দেন। তবে বাড়ি গিয়ে স্বামী জানতে পারলেন, স্ত্রী বিজেপিকে ভোট দিয়েছে। এটা শোনামাত্র স্ত্রীকে বেধড়ক মারধর করেন ওই ব্যক্তি। পরে প্রতিবেশীদের তৎপরতায় রেহাই মেলে মহিলার। ভোট ময়দানে একে অপরের প্রতিপক্ষ আরজেডি-বিজেপি। সেই লড়াইয়ের আঁচ পড়ল দাম্পত্য সম্পর্কেও। ঘটনার নিন্দার ঝড় উঠেছে। 
  • Link to this news (বর্তমান)