• বৃষ্টির জল সংরক্ষণ: বাংলার ‘নবদিগন্ত টাউনশিপ’কে পুরস্কার দিল কেন্দ্র
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বৃষ্টির জল সংরক্ষণে উল্লেখযোগ্য কাজের জন্য পশ্চিমবঙ্গের ‘নবদিগন্ত ইন্ড্রাস্ট্রিয়াল টাউনশিপ’কে পুরস্কার দেবে কেন্দ্রীয় সরকার। একইভাবে কলকাতার ‘আর্মি পাবলিক স্কুল’কেও জানানো হবে সম্মান। মঙ্গলবার একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। আগামী ১৮ নভেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। 

    ভবিষ্যতে জল সঙ্কটের আশঙ্কা রুখতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জোর দেওয়া হয়েছে শহরাঞ্চলে। পুরসভাগুলিকে অন্তত দু হাজার জল সংরক্ষণ পরিকাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্যোগে উৎসাহ দিতেই কেন্দ্র পুরস্কার ঘোষণা করেছে। তিনটি শীর্ষ স্থানাধিকারী রাজ্য, ৬৭টি জেলা, ৬টি পুরনিগম, একটি পুরসভাকে পুরস্কার দেওয়া 

    হবে। শীর্ষ স্থানাধিকারী জেলাগুলিকে প্রথম বিভাগে  দু’কোটি টাকা করে পাবে। দ্বিতীয় বিভাগের শীর্ষ স্থানাধিকারী জেলা পাবে ১ কোটি টাকা করে। তৃতীয় বিভাগের শীর্ষ স্থানাধিকারী জেলা ২৫ লক্ষ টাকা।

    সেরা তিন রাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে মহারাষ্ট্র, গুজরাত এবং হরিয়ানা। সেরা পুরসভার মধ্যে উত্তরপ্রদেশের আগ্রার সঙ্গে যুগ্মভাবে তৃতীয় হয়েছে বাংলার নবদিগন্ত ইন্ড্রাস্ট্রিয়াল টাউনশিপ। জল সংরক্ষণে সেরা স্কুল হিসেবে ছত্তিশগড়ের কৃষ্ণ পাবলিক স্কুলের সঙ্গে যুগ্মভাবে প্রথম পুরস্কার পাচ্ছে কলকাতার আর্মি পাবলিক স্কুল।
  • Link to this news (বর্তমান)