ক্ষমতার পালাবদল হলেও বদলায়নি অনুন্নয়নের ছবি, সরব ঠাকুরনগরবাসী
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: প্রতিশ্রুতিই সার। আজও রাস্তা সংস্কার হয়নি। নেই নিকাশি ব্যবস্থা। ডাবগ্রাম-২ পঞ্চায়েতের ঠাকুরনগরের প্রায় তিন কিমি রাস্তা খানাখন্দে ভরে রয়েছে। নিকাশি ব্যবস্থা না থাকায় সব বাড়ির জল, গোয়াল ঘরের নোংরা জল এসে রাস্তায় জমে থাকছে। বছরের পর বছর এই পরিবেশে ঠাকুরনগর এলাকার বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বারবার হলেও রাস্তা সংস্কার হচ্ছে না। তাই এবার গ্রামবাসীরা ভোট বয়কটের কথা ভাবছেন।
শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। নিকাশি ব্যবস্থা নেই। সব বাড়ির জল, গোয়াল ঘরের জল রাস্তায় এসে জমে থাকে। এলাকার বাসিন্দা ভবতোষ ঘোষ, শ্যামল সাহা, মহম্মদ রিয়াজ বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময়ও এই এলাকার এমনই অব্যবস্থা ছিল। নিকাশি ব্যবস্থা বলে কিছু ছিল না। গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় এসেও এর কোনও পরিবর্তন করতে পারেনি। আমরা দেখতে চাই, এবার ভোটের প্রচারে এসে প্রার্থী, নেতা-নেত্রীরা কী বলেন। ভোট দেব কি না সেটা আমরা সিদ্ধান্ত নেব। গোটা রাস্তা ভেঙে গিয়েছে। বহু জায়গায় জঙ্গলে ঢেকেছে রাস্তা। পথবাতিও ঠিকমতো জ্বলে না।
ডাবগ্রাম-২ পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান কেউই এই রাস্তা সংস্কারের কাজে আজও হাতে দেননি। এলাকার বিজেপি বিধায়ক, সাংসদেরও দেখা মেলে না বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, পঞ্চায়েতে তৃণমূল ক্ষমতায় থাকার সময় এই রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল। উন্নয়নের আশায় মানুষ ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছিল। বিজেপি ভোটের আগে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় বসার পর ঠাকুরনগরে রাস্তা, নিকাশি নালার কোনও কাজই করেনি।
এলাকার অনুন্নয়নে সব দলের প্রতি মোহভঙ্গ হয়েছে ঠাকুরনগরের বাসিন্দাদের। তাই আর প্রতিশ্রুতির কথা শুনতে চান না তাঁরা। যদিও এলাকার পঞ্চায়েত প্রধান বিজেপির মিতালী মালাকার বলেন, রাস্তাটি জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে। তারাই রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করবে। এটা তাদেরই দায়িত্ব।
জলপাইগুড়ি জেলা পরিষদের এই এলাকার সদস্য তৃণমূলের মণীষা রায় মেনে নিয়েছেন ঠাকুরনগরের রাস্তার অবস্থা সত্যিই খারাপ। তিনি বলেন, এই রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা অনেকদিন আগেই দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছিলাম। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার মাপজোখ করে গিয়েছে। আশা করছি, শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। বেহাল রাস্তা। - নিজস্ব চিত্র।