• খানাখন্দে ভরা রাস্তা, পুকুরে উল্টে গেল রেশন সামগ্রী বোঝাই ভুটভুটি
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: বেহাল রাস্তা। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল রেশন সামগ্রী বোঝাই ভুটভুটি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের মধ্য গোলেনাওহাটি গ্রামে। 

    স্থানীয়দের অভিযোগ, গোলেনাওহাটির জামে হাইমাদ্রাসা চৌপথি সংলগ্ন প্রায় দেড় কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এ কারণে মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি। বেহাল রাস্তার কারণেই এদিন রেশন সামগ্রী বোঝাই ভুটভুটি উল্টে যায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুয়ারে রেশন প্রকল্পের সামগ্রী নিয়ে গ্রামে ভুটভুটিটি যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায় সেটি। স্থানীয়রা ভুটভুটিতে থাকা তিনজনকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুটভুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

    স্থানীয় বাসিন্দা হবিবর মিয়াঁ জানান, গ্রামের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে কয়েক হাজার বাসিন্দা শীতলকুচি বাজারে রোজ যান। রাস্তার পিচের প্রলেপ উঠে গিয়ে পাথর বেরিয়ে এসেছে। এখন রাস্তা দিয়ে গাড়ি গেলেই ধুলো ওড়ে। বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা উচিত। 

    যদিও বিষয়টি নিয়ে শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বলেন, ব্লকজুড়ে বেশকিছু রাস্তার কাজ চলছে। এই রাস্তাটির ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)