• দম্পতির সম্পর্কে টানাপোড়েন, স্ত্রীর ইনিউমারেশন ফর্মই ছিঁড়লেন স্বামী!
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: ‘দেশহীন’ হওয়ার আশঙ্কা করছেন অনেকে। এবার সম্পর্কের বাঁধনের সুতোও ছিঁড়ে ফেলছে এসআইআর!

    মঙ্গলবার সকালে এমনই এক ঘটনায় শোরগোল শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের গাছতলা গ্রামে। দাম্পত্যে টানাপোড়েন ছিলই, সেটাকে আরও তিক্ত জায়গায় নিয়ে গেল স্ত্রীর এসআইআরের ইনিউমারেশন ফর্ম ছিঁড়ে দেওয়ার ঘটনা। উত্তেজনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় অভিযুক্ত।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছতলা গ্রামের ৩০৯ নম্বর বুথের বাসিন্দা রফিকুল মিয়াঁ ও তার স্ত্রী আর্জিনা বিবির বিবাদ দীর্ঘদিনের। বনিবনা না হওয়ায় চার বছর আগে স্বামীর ঘর ছাড়েন আর্জিনা। মিটমাটের জন্য গ্রামে কয়েকবার সালিশি সভা হলেও দূরত্ব কমেনি। সম্প্রতি এসআইআর ঘোষণা হওয়ায় ফর্ম সংগ্রহ করতে গ্রামের বিএলওর বাড়িতে আসেন আর্জিনা। খবর পেয়ে সেখানে পৌঁছন রফিকুলও। ইনিউমারেশন ফর্ম নিয়ে আর্জিনা বাইরে আসতেই দু’জনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি। অভিযোগ, তারপরেই আর্জিনার ফর্ম ছিঁড়ে দেন রফিকুল। 

    বধূর দাবি,স্বামী শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে শ্বশুরবাড়ি ছেড়ে বাড়ি চলে যাই। এখন জয়গাঁয় কাজ করি,সেখানেই থাকি। পরিবারের সদস্যদের নিয়ে ফর্ম নিতে এসেছিলাম। বাইরে আসতেই গালিগালাজ করে আমাকে হেনস্তা করে স্বামী রফিকুল। ও ফর্ম ছিঁড়ে দিয়েছে। এখন কীভাবে ফর্ম পূরণ করব, বুঝতে পারছি না। বিষয়টি পুলিশকেও জানিয়েছি। 

    অভিযোগ অস্বীকার করে রফিকুলের মন্তব্য, চার বছর ধরে স্ত্রী বাইরে রয়েছে। ওকে ফেরাতে গ্রামে সালিশি বসানো হলেও আসেনি। যখন বাড়ির বাইরে ছিলাম, ঘরের সমস্ত আসবাবপত্র নিয়ে চলে যায়। ডিভোর্স দেওয়ার কথা বলা হলেও দেয়নি। কাগজপত্রে আমাকে স্বামী হিসেবে রেখে জয়গাঁয় অন্য পুরুষের সঙ্গে থাকছে। সে বিষয়ে কথা বলতেই ওখানে গিয়েছিলাম। ওর সঙ্গে থাকা পরিবারের লোকেরা হুড়োহুড়ি করে ফর্ম ছিঁড়ে আমার নামে মিথ্যা অভিযোগ করছে। 

    চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে এসে হতবাক গ্রামের বিএলও আব্দুল হাই আলহাদি। সব দেখেশুনে অবাক তিনিও। বলেন, বাইরে বেরিয়ে দেখি ফর্ম ছিঁড়ে ফেলেছে। ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

    একই বুথের বাসিন্দা গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতির সম্পর্কে টানাপোড়েন চলছে। শুনেছি ইনিউমারেশন ফর্ম ছিঁড়ে গিয়েছে। পুলিশ তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

    শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে। 
  • Link to this news (বর্তমান)