• শিলিগুড়িতে রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম, স্বাগত জানালেন অশোক
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: মন্ত্রী থাকাকালীন দু’দুবার উদ্যোগ নিয়েও শিলিগুড়িতে ক্রিকেটের জন্য স্টেডিয়াম তৈরি করতে পারেননি অশোক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়িতে রীচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণাকে স্বাগত জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। এদিকে রিচার সাফল্যকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রীর এই স্টেডিয়াম তৈরির ঘোষণায় বিজেপি যথেষ্ট চাপে পড়ে গিয়েছে। তাই ভোটের চমক বলে সমালোচনা করলেও শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারেনি তারা। 

    সোমবার শিলিগুড়ি সফরে এসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী চাঁদমণিতে রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেন। তারপর থেকেই শিলগুড়িতে খুশির বন্যা। এই ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার সফদর হাসমিচকে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করায় দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেস। 

    বর্ষীয়ান সিপিএম নেতা অশোকবাবু মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে এটাই বড় কথা। এই স্টেডিয়াম তৈরির জন্য আমরা সই সংগ্রহ করেছিলাম, আমিও সই করেছি। শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা প্রসঙ্গে স্মৃতিচারণায় অশোকবাবু স্বীকার করেন, দীর্ঘদিন রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী থেকেও তিনি এখানে ক্রিকেটের জন্য স্টেডিয়াম তৈরি করতে পারেননি। ক্রিকেট প্রেমী এই প্রাক্তন মন্ত্রী বলেন, চাঁদমণিতে ক্রিকেটের জন্য মাঠ তৈরির উদ্যোগ অনেকটাই এগিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংদের সেই জায়গা দেখানো হয়েছিল। কাওয়াখালিতে ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রস্তাব নিয়ে সাইয়ের সঙ্গে কথা এগিয়েছিল। কিন্তু তা আর বাস্তবায়িত করা যায়নি। 

    অন্যদিকে রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণাকে বিজেপি ভোটের রাজনীতি বললেও দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি নান্টু পাল বলেন, রাজ্য সহযোগিতা চাইলে বিজেপির সাংসদরা আর্থিক সাহায্য করবেন। তবে আমরা চাই ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই এই স্টেডিয়ামের শিলান্যাস হোক। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)