হিলি সীমান্তে পুলিশের গাড়ি দেখেই দৌড় বাংলাদেশি যুবকের, পরে ধৃত
বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের রাস্তা দিয়ে যাচ্ছিল এক যুবক। পুলিশের গাড়ি দেখেই হঠাৎ দৌড়। সন্দেহ হওয়ায় পুলিশও পিছু নেয় ওই যুবকের। অবশেষে দৌড়ে পুলিশ কর্মীরা যুবককে পাকড়াও করে। জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে ওই যুবক বাংলাদেশি। তাই পুলিশকে দেখেই দৌড়ে পালাচ্ছিল। তার উদ্দেশ্য ছিল সীমান্ত পার হয়ে নিজের দেশে ফেরা। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সেই বাংলাদেশি যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই যুবক চেন্নাইয়ে কাজ করত। ১০ দিন হল চেন্নাই থেকে হিলিতে এসে গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল। স্থানীয়দের অনুমান, এখানে এসআইআর আতঙ্কে নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ওই যুবক।
বালুরঘাটের ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, পুলিশের পেট্রোলিং চলাকালীন এক যুবক পালাচ্ছিল। পুলিশ ধাওয়া করে ওই যুবককে গ্রেফতার করে। ওই যুবক বাংলাদেশি বলে জানা গিয়েছে। এদিন তাকে জেলা আদালতে তোলা হয়েছে। বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী শিবাজী সিংহ রায় বলেন, পুলিশ এক বাংলাদেশিকে গ্রেফতার করে মঙ্গলবার সিজেএম আদালতে তুলেছিল। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল। বিচারক সবদিক বিবেচনা করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর,ধৃত যুবকের নাম মহম্মদ মাসুম। বয়স ২৮ বছর। বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের লক্ষ্মীপুর থানা এলাকায়। ওই যুবক মাস ছয়েক আগে হিলি সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করে। হিলি থেকে সে চেন্নাইয়ে গিয়েছিল। সেখানে একটি কোম্পানিতে কাজ করত। কিন্তু সেখানে বাংলাদেশি ইস্যু নিয়ে নানা সমস্যা হয়। ফলে সেখান থেকে সে পালিয়ে হিলিতে আসে। ১ নভেম্বর থেকে সে হিলিতেই গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল। কিন্তু এখানে এসআইআর ইস্যুতে ডামাডোল চলছে। তাই কিছুদিন ধরেই সে নিজের দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল।
সোমবার সন্ধ্যায় মাসুম হিলির বাসুদেবপুর গ্রামের রাস্তা দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ ওই রাস্তা দিয়ে যেতেই সে পালাতে শুরু করে। এরপরেই পুলিশ তাকে ধাওয়া করে ধরে। তার কাছে ভারতীয় বা বাংলাদেশি কোনও নথি পাওয়া যায়নি। শুধুমাত্র একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, ওই যুবক এসআইআর আতঙ্কেই হিলি থেকে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল।
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার বলেন, সাধারণত আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করত। কিন্তু ওই বাংলাদেশি ভারত থেকে পালানোর চেষ্টা করে। এসআইআর আতঙ্কেই তারা দেশ ছেড়ে পালাচ্ছে। আমাদের কাছে খবর রয়েছে এরকম অনেক বাংলাদেশি এখন পালাচ্ছে। পাল্টা তৃণমূলের হিলি ব্লক সভাপতি অমিত বিশ্বাস বলেন, এসআইআর আতঙ্ক কিনা জানি না। তবে ওই বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ প্রশাসন এনিয়ে তদন্ত চালাচ্ছে।