• চাঁচলে এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণ, পরিযায়ী শ্রমিকদের সমস্যা মেটাতে প্রতি ব্লকে সহায়তা কেন্দ্র শ্রমদপ্তরের
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: এসআইআরের ইনিউমারেশন ফর্ম ফিলআপ করতে পরিযায়ী শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ শ্রমদপ্তরের। প্রতিটি ব্লকে চালু করা হয়েছে সহায়তা কেন্দ্র। সেখানে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা সরাসরি ফর্ম পূরণের জন্য সহায়তা পাচ্ছেন। সচেতনতা বাড়াতে মঙ্গলবার চাঁচল ১ ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দপ্তরের আধিকারিক ও রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার কমিটির সদস্যরা।

    এদিন ভগবানপুর ও মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে গিয়ে শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেন চাঁচল ১ ব্লক শ্রমদপ্তরের ইনস্পেকটর অরিত্র দাস। ছিলেন মালদহ জেলা পরিযায়ী শ্রমিক কল্যাণ কমিটির সদস্য রফিকুল হোসেন সহ অন্যরা। গ্রামে গিয়ে ফর্ম পূরণের প্রক্রিয়া বোঝানো হয় পরিবারগুলিকে। যাঁদের সমস্যা একটু বেশি, তাঁদের ব্লক সহায়তা কেন্দ্রে যাওয়ার কথা বলা হচ্ছে।

    শ্রমদপ্তর সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমায় সরকারিভাবে এক লক্ষ সত্তর হাজার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত। তার মধ্যে পঞ্চাশ হাজারের বেশি ভিনরাজ্যে কর্মরত। এদিকে, নির্বাচন কমিশনের ব্লক লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলি করছেন। অনলাইন ব্যবস্থা থাকলেও সমস্যা এড়াতে অধিকাংশ পরিযায়ী শ্রমিকের পরিবার হার্ড কপি নিচ্ছে। ভগবানপুরের পৌলমী দাস বলেন, স্বামী হরিয়ানায় কাজ করেন। যাতায়াতের খরচ অনেক। তাই বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছি। ফিলআপ করতে সমস্যা হলেও শ্রমদপ্তরের আধিকারিকেরা এসে সব বুঝিয়ে দিয়েছেন। মালদহ জেলা পরিযায়ী শ্রমিক কল্যাণ কমিটির সদস্য রফিকুল হোসেন জানান, ভিনরাজ্যে ক্যাফেতে গিয়ে ইনিউমারেশন ফর্ম পূরণে ভুলত্রুটির আশঙ্কা করছেন শ্রমিকেরা। তাই অনেক পরিবার বাড়িতেই ফর্ম নিচ্ছেন। কিন্তু তথ্য পূরণ করতে গিয়ে তাঁরা সমস্যায় পড়ছেন। এলাকায় গিয়ে সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। চাঁচল মহকুমা শ্রমদপ্তরের সহকারী কমিশনার নৌসাদ আলি বলেন, নাগরিকত্ব ও শ্রমিকদের নথি সংক্রান্ত বিষয়ে যাতে পরিযায়ী শ্রমিকদের কোনও সমস্যা না হয়, সেজন্য এলাকায় গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রতিটি ব্লকে সহায়তা শিবিরও খোলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)